AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bus Strike: ১৬ তারিখ থেকে গড়াবে না বাসের চাকা! ধর্মঘটের ডাক দিল সংগঠন

Bus Strike News: বাস মালিকদের পক্ষ থেকে এই বিষয় নিয়ে বারংবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল। এমনকী, বিগত দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেজুলেশনও করা হয়েছিল বলে দাবি বাস অ্যাসোসিয়েশনের।

Bus Strike: ১৬ তারিখ থেকে গড়াবে না বাসের চাকা! ধর্মঘটের ডাক দিল সংগঠন
বাস ধর্মঘটImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 12, 2025 | 9:48 AM

চুঁচুড়া: যেখানে সেখানে ঢুকে পড়ে টোটো। গলি-গালা তো বটেই, এমনকী রাস্তার উপর দিয়েও টোটো-অটো চলছে বেপরোয়া ভাবে। যার জেরে বড় বড় গাড়ি, বিশেষ করে বাস চালাতে খুবই সমস্যার মধ্যে পড়েন চালকরা। শুধু তাই নয়, অবৈধ টোটো-অটোর দৌরাত্ম্য বন্ধ হতে বসেছে বাস পরিষেবা। বাস মালিকদের পক্ষ থেকে এই বিষয় নিয়ে বারংবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল। এমনকী, বিগত দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেজুলেশনও করা হয়েছিল বলে দাবি বাস অ্যাসোসিয়েশনের। কিন্তু আজ পর্যন্ত তা কার্যকর করা হয়নি। এবার সেই কারণেই বাস ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিক সংগঠন।

বস্তুত, চুঁচুড়া থেকে এক সময় জেলার বিভিন্ন প্রান্তে বাস যাতায়াত করত। কিন্তু বর্তমানে মাত্র তিনটি রুটে বাস চলছে। তাও যাত্রীর সংখ্যা নেই বলাই চলে। আজ পর্যন্ত কোনও সুরাহা না হওয়ায় অবশেষে হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ই জুন থেকে হুগলি জেলাজুড়ে বাস ধর্মঘটে সামিল হতে চলেছেন বাস মালিকরা। তাঁদের দাবি বিগত দিনে রেজুলেশনে যা লেখা হয়েছিল তা কার্যকর করতে হবে। বাস রুট থেকে অবৈধ অটো টোটো চলাচল বন্ধ করতে হবে।

দেবব্রত ভৌমিক, হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশনের সদস্য বলেন, “বাস পরিষেবা বন্ধ থাকবে না। এমনি আর বাস চালানো যাচ্ছে না। আর পরিষেবা বন্ধ থাকলে আমাদের ক্ষতি হবে না। আমাদের ক্ষতি আগেই জেলা প্রশাসন আর সরকার করে দিয়েছে।”