হরিপাল: বিশৃঙ্খলা এড়াতে লক্ষ্মী প্রতিমা বিসর্জনে অভিনব উদ্যোগ পুলিশের। শৃঙ্খলিতভাবে বিসর্জনে অংশগ্রহণ করলেই এলাকার ক্লাব গুলিকে পুরস্কৃত করার ঘোষণা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার ঘোষণা পুলিশের। হুগলির হরিপালের বড় বাজার শীতলাতলা এলাকায় হরিপাল থানার উদ্যোগে একটি ক্যাম্প করা হয়েছে। এলাকার ক্লাব গুলি তাদের প্রতিমা বিসর্জনের সময় সুশৃঙ্খল এবং নিয়ম মেনে এলাকা প্রদক্ষিণ করার পর পুলিশের বিচারে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানধীকারী ক্লাবকে দেওয়া হবে পুরস্কার।
মূলত হরিপাল ব্লকে বহু ক্লাব লক্ষ্মী পূজার আয়োজন করে থাকে। গত বছরগুলিতে লক্ষ্মী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এ বছর লক্ষ্মী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বা ডিজে বক্স যাতে কোনও ক্লাব না বাজায় তার জন্যই পুলিশের এই অভিনব উদ্যোগ। পুলিশের তরফ থেকে এক সপ্তাহ আগেই এই ধরণের পুরস্কারের ঘোষণা করা হয়েছিল হরিপাল ব্লকে। পুলিশের ঘোষণায় সারা দিয়ে প্রতিমা বিসর্জনে সামিল হন এলাকার ক্লাব গুলি।
এ নিয়ে ক্লাবের উদ্যোক্তারা বলেছেন, “খুবই ভালো উদ্যোগ। আমরাও সুন্দর শোভাযাত্রা উপহার দিতে চাই এলাকাবাসীকে।” পুলিশের উদ্যোগে শৃঙ্খলিত শোভাযাত্রা দেখে এলাকাবাসী বলছেন, “খুব ভালো লাগল। অনেক ঠাকুর দেখলাম। কোনও অসুবিধা হয়নি। খুব ভালো ব্যবস্থাপনা রয়েছে।”