Hooghly: রান্নাঘর থেকে শোওয়ার ঘর-পাণ্ডুয়ায় জলবন্দি ৪০ টি পরিবার

Hooghly: বাসিন্দারা জানান আগে একটি পুকুর বা ডোবা ছিল, সেটি বন্ধ করে দেওয়া হয়। ডোবা বুজিয়ে দোকান হয়েছে। যার ফলে এই সমস্যা তৈরি হচ্ছে। আগে জল রেলের জায়গা দিয়েই বেরিয়ে যেত। স্থানীয় বাসিন্দারাই জানাচ্ছেন,  এলাকা নীচু, তাই বর্ষাকালে প্রতি বছরই জল জমে।

Hooghly: রান্নাঘর থেকে শোওয়ার ঘর-পাণ্ডুয়ায় জলবন্দি ৪০ টি পরিবার
জলবন্দি এলাকাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2024 | 7:44 PM

হুগলি: রান্নাঘর, শোওয়ার ঘর, বৈঠকখানা, বাথরুম-সবই ভাসছে জলে। পাণ্ডুয়ার ক্ষীরকুণ্ডি নিয়ালা নামাজ গ্রাম পঞ্চায়েতের উত্তরায়ন এলাকায় জলবন্দি প্রায় ৪০ টি পরিবার। জলের সঙ্গে ঘরে ঢুকছে সাপ ব্যাঙ। এলাকাবাসীদের অভিযোগ, একটা নিকাশি ছিল. সেটা রেল বন্ধ করে দিয়েছে। আর তাতেই বিপত্তি। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিতে নর্দমা উপচে জল ঢুকেছে বাড়িতে।

বাসিন্দারা জানান আগে একটি পুকুর বা ডোবা ছিল, সেটি বন্ধ করে দেওয়া হয়। ডোবা বুজিয়ে দোকান হয়েছে। যার ফলে এই সমস্যা তৈরি হচ্ছে। আগে জল রেলের জায়গা দিয়েই বেরিয়ে যেত। স্থানীয় বাসিন্দারাই জানাচ্ছেন,  এলাকা নীচু, তাই বর্ষাকালে প্রতি বছরই জল জমে। কিন্তু এবারের মতো পরিস্থিতি আগে কখনও তৈরি হয়নি। রেলের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন বাসিন্দারা। দুপুর গড়িয়ে বিকেল হলেও খাওয়া দাওয়া হয়নি।

তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ বলেন, “স্থানীয় বাসিন্দারা আমাদের এসে জানান আমরা পঞ্চায়েতগত ভাবে দমকল পুলিশের সাহায্যে পাম্প লাগিয়ে জল নামানো চেষ্টা করছি।” পাণ্ডুয়া স্টেশন ম্যানেজার নাগেশ্বর পাসোয়ান বলেন, “আমার কাছে বাসিন্দারা অভিযোগ করেন,আমি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছে তারা ব্যবস্থা নেবে।”