Hooghly: মধ্যরাতে নিজেই নিজের বাড়িতে আগুন ধরালেন ব্যক্তি, কারণ জানলে অবাক হবেন বইকি!

Sanath Majhi | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 08, 2023 | 11:40 AM

Hooghly: পরে দিলীপও তারকেশ্বরে গিয়ে থাকতে শুরু করলেও স্ত্রীর সঙ্গে। তবে তিনি নিজে কোনও কাজ না করে স্ত্রীর আয়ে খেতেন। তা নিয়ে মাঝে মাঝেই অশান্তি লাগতো দু'জনের। অশান্তি চরমে পৌঁছলে মাস খানেক আগে তারকেশ্বর ছেড়ে চলে যান দিলীপ দাস

Hooghly: মধ্যরাতে নিজেই নিজের বাড়িতে আগুন ধরালেন ব্যক্তি, কারণ জানলে অবাক হবেন বইকি!
আগুন দিয়ে দিলেন নিজের বাড়িতে
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: মধ্য রাতে বাড়িতে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে স্ত্রী, পুত্রকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির তারকেশ্বর পুরসভার ৯ নং ওয়ার্ডের শরৎপল্লি এলাকায়। সামনে এসেছে সিসিটিভি ফুটেজ।মধ্যরাতে দাউ দাউ করে বাড়িতে আগুন জ্বলে উঠতেই চেঁচামেচি শুরু করেন পার্বতী দাস ও তাঁর পুত্র। তাঁদের চেঁচামেচির শব্দে জেগে উঠেন এলাকার বাসিন্দারা।

দাউ দাউ করে আগুন জ্বলছে দেখে পার্বতী ও তাঁর পুত্রকে উদ্ধার করে আগুন নেভানোর কাজে হাত লাগান প্রতিবেশীরা। প্রথমে বাড়িতে আগুন লাগার কারণ না জানা গেলেও পরে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পার্বতীর স্বামী দিলীপ দাস তাঁদের বাড়িতে কেরোসিন ঢেলে আগুন লাগাচ্ছে। যদিও দিলীপ দাস এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানা গিয়েছে।

আরও জানা গিয়েছে, বছর ষোলো আগে গোসাবার পার্বতীর দাসের সঙ্গে বিয়ে হয় বসিরহাটের দিলীপ দাসের। বিয়ের পর থেকেই পার্বতীর ওপর অত্যাচার চালাতেন দিলীপ। এরপর বছর দশেক আগে তারকেশ্বরে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন পার্বতী এবং সংসার চালানোর জন্য পরিচারিকার কাজ শুরু করেন।

পরে দিলীপও তারকেশ্বরে গিয়ে থাকতে শুরু করলেও স্ত্রীর সঙ্গে। তবে তিনি নিজে কোনও কাজ না করে স্ত্রীর আয়ে খেতেন। তা নিয়ে মাঝে মাঝেই অশান্তি লাগতো দু’জনের। অশান্তি চরমে পৌঁছলে মাস খানেক আগে তারকেশ্বর ছেড়ে চলে যান দিলীপ দাস। এই নিয়ে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগও করেন পার্বতী।
পার্বতীর অভিযোগ, তাঁকে ও তাঁর ছেলেকে মেরে ফেলার জন্যই গভীর রাতে বাড়িতে আগুন লাগিয়ে দেন তাঁর স্বামী। প্রতিবেশীদের সহযোগিতায় এ যাত্রায় প্রাণে বাঁচেন তাঁরা। পুলিশ দিলীপের খোঁজ শুরু করেছে। ঘটনার পর থেকে পলাতক তিনি।

Next Article