হুগলি: এক সময় নিজেকে সক্রিয় বিজেপি কর্মী হিসেবে প্রমাণ করতে কম কাণ্ড করেননি। কখনও সাইকেলে গুজরাট থেকে দিল্লি হয়ে বাংলায় এসেছেন, কখনও বা দাবি আদায়ের জন্য নারকেল গাছে উঠেছেন। কোনও-কোনও সময় তো আবার অভিযোগ করেছেন যে তাঁর বুকে নাকি সিগারেটের ছেঁকা দিয়ে তৃণমূল লিখে দিয়েছিল শাসকদলের কর্মীরা। এত সব কিছু পর সেই ব্যক্তি পুরভোটের আগে যোগ দিলেন তৃণমূলে।
কে তিনি?
বাঁশবেড়িয়ার বিজেপি কর্মী হিসেবে পরিচিত বিষ্ণু চৌধুরী। তাঁর বিরুদ্ধে অভিযোগ কিন্তু কম নয়। সূত্রের খবর, রাজনৈতিক ও অন্যান্য কারণে মোট সাতবার জেল খেটেছেন। আবার কখনও দাবি আদায়ের জন্য মোবাইল টাওয়ারে বা নারকেল গাছে উঠে পড়েছেন। ২০১৩ সালে ‘নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে হবে’ এই দাবিতে পিএম ফর মোদী স্লোগান দিয়ে সাইকেল চালিয়ে গুজরাট থেকে দিল্লি হয়ে বাংলায় ফিরেছেন প্রায় সাড়ে তিন হাজার কিমি রাস্তা পাড়ি দিয়ে।
এরপর ২০১৪ সালে মারাত্মক অভিযোগ তুলেছিলেন বাঁশবেড়িয়ার তৃণমূল নেতা রাজা চ্যাটার্জীর বিরুদ্ধে।বলেছিলেন, বিজেপি করার জন্য তার বুকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে টিএমসি লিখে দেওয়া হয়েছিল। সেই ঘটনা নিয়ে জেলা রাজনীতিতে হইচই শুরু হয়েছিল চরমে। তখন যদিও সমস্ত অভিযোগ তৃণমূলের পক্ষ অস্বীকার করা হয়েছিল। প্রচারে আসার জন্যই এসব নাটক করেছে বিষ্ণু এমনটাই জানানো হয়েছিল।
সেই ঘটনার পর পুরভোটে বাঁশবেড়িয়ায় একটি ওয়ার্ডে জয়ী হয় বিজেপি। বিষ্ণুকে সভাপতি করা হয়। পরে ওবিসি মোর্চার ঝাড়গ্রাম অবজারভার, জেলা শ্রমিক সংগঠনের সভাপতির পদও পান। সেই বিষ্ণু সপ্তগ্রাম বিধায়ক তপন দাশগুপ্তর হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন। রাজা চ্যাটার্জী বলেন, “বিষ্ণু চৌধুরী বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। জনপ্রিয়তা পাওয়ার জন্য নানা রকম কাণ্ড করতেন। বিধানসভা ভোটের সময় থেকে দেখছি বিজেপির প্রতি একটু বিরাগ হয়েছেন। যদি ভালো উদ্দেশ্য নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে আসেন তাহলে কোনও আপত্তি নেই।
হঠাৎ তৃণমূলে কেন?
এই প্রসঙ্গে বিষ্ণু চৌধুরী বলেন, ‘যারা একটা সময় আমাদের কর্মীদের অত্যাচার করেছিল তারাই এখন বিজেপি নেতা হয়েছে। বারো বছর লড়াই করেছি যাদের বিরুদ্ধে তারা এখন বিজেপিতে। পুরসভা ভোটেও যাদেরকে টিকিট দেওয়া হয়েছে সেখানে দলের আদর্শ মানা হয়নি। বিজেপির আদর্শ নিয়ে খেলা করা হয়েছে।যে বিজেপির আদর্শ বলে আর কিছু নেই তাই তৃণমূলে যোগ দিয়েছি। মানুষের কাজ করতে চাই।’
আরও পড়ুন: Dilip Ghosh: চার পুরনিগমে কেন ভরাডুবি? দলের অন্তর্কলহ নাকি অন্য কিছু! ব্যাখ্যা দিলেন দিলীপ