হুগলি: সেতুর দাবিতে আগুন জ্বালিয়ে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। প্রশাসনিক বিভিন্ন দফতরে বারবার জানিয়েও কাজ না হওয়ায় আরামবাগ- গড়েরঘাট রাস্তার আরান্ডিতে পথ অবরোধ করে চলছে বিক্ষোভ। মাস তিনেক আগে হঠাৎই কিছু অংশ ভেঙ্গে গিয়েছিল সেতুর। তারপর থেকেই চরম সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। চাষের কাজ থেকে নিত্য যাতায়াত, সব কিছুই বন্ধ। তাই অবিলম্বে ওই সেতু সংস্কার অথবা পাশে আরেকটি নতুন সেতু তৈরির দাবিতে সোমবার তাঁরা পথ অবরোধ করেন।
বারবার প্রশাসনিক দফতরে জানিয়ে কোনও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। প্রতিবাদে সপ্তাহের প্রথম দিন সোমবার রীতিমতো টায়ার জ্বালিয়ে পথ অবরোধে বসে পড়েন ক্ষুব্ধ জনগণ। এতে আরামবাগ মায়াপুর খানাকুল রুটে বাস সহ অন্যান্য যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের জেরে নিত্য যাতায়াতকারী মানুষজন ব্যাপক অসুবিধার সম্মুখীন হন। শেষমেশ অবরোধ তুলতে ঘটনা স্থলে আসে আরামবাগ থানার পুলিশ। ঘটনাটি মায়াপুর-গড়েরঘাট রাস্তার আরামবাগের আরাণ্ডী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় অরোরা খালের উপর আরাণ্ডির সঙ্গে মাধবপুরের সংযোগকারী একটু সেতু আছে। ভগ্নপ্রায় ওই সেতুটি দিয়ে বর্তমানে যাতায়াত প্রায় বন্ধ। তাঁরা এর আগেও ওই সেতু দ্রুত সংস্কারের দাবি জানিয়েছিলেন। আর সেই দাবি পূরণ না হওয়ায় এদিন এলাকাবাসী এই পথ অবরোধ করেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ। তারা এ ব্যাপারে গ্রামবাসীদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেওয়া হয়।
এক গ্রামবাসীর বক্তব্য, “তিন মাস ধরে ভেঙে পড়ে রয়েছে। আমরা বিডিও, এসডিও,প্রধান সলকে জানিয়েছি। কিন্তু বলে কোনও লাভ হচ্ছে না। তাই আজ রাস্তায় নামতে বাধ্য হচ্ছি। আশপাশের সবকটির গ্রামের বাসিন্দাদের কাছেই এই সেতুটা গুরুত্বপূর্ণ। এই সেতু আমাদের বাইরের সঙ্গে প্রধান সংযোগস্থাপনকারী। আমরা চাই দ্রুত মেরামতি হোক।”
বিজেপির মণ্ডল সভাপতি হেমন্ত বাগ বলেন, “গ্রামবাসীদের বিক্ষোভ করাটাই স্বাভাবিক। আমাদের জেলা সভাধিপতি, সাংসদ অপরূপ পোদ্দার তিন বার ধরে দেখে গিয়েছেন। তাও কাজের কাছ কিছুই হয়নি।”
অন্যদিকে, আরণ্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধান তেগদিরা খাতুন বলেন, “সেতুটা অনেক আগে থেকেই ক্ষতিগ্রস্ত। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আবারও জানাব। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। চাষের ক্ষতি হয়ে যাচ্ছে। স্কুল কলেজে যেতেও অসুবিধা হচ্ছে।”