Hooghly: চারিদিকে শুধু জল আর জল, হুগলির অবস্থা দেখুন…

Sanath Majhi | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 19, 2024 | 4:23 PM

Hooghly: গতকাল গলা অবধিও জল ছিল এই এলাকায়। আজ একটু পরিস্থিতির উন্নতি হয়েছে। কোমর পযন্ত জল আছে এলাকায়। এলাকার পুরুষরা জল পেরিয়ে অন্য গ্রাম থেকে পানীয় জল বা পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করছেন নিজেরাই। তবে প্রশাসনের কোনও সহযোগিতা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন বন্যা কবলিত এলাকার বাসিন্দারা।

Hooghly: চারিদিকে শুধু জল আর জল, হুগলির অবস্থা দেখুন...
বন্যায় ভাসছে দুর্গতরা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

হুগলি: বানভাসী সাধারণ মানুষ। ঘর বাড়ি গিয়েছে জলের তলায়। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া যে দিকে তাকানো যায় চিত্রটা কার্যত এক। ত্রাণ না পেয়ে ক্ষোভে ফুঁসছেন বন্যা কবলিত এলাকার মানুষজন।

হুগলির তারকেশ্বরের কেশবচক গ্রাম পঞ্চায়েতের নছিপুরের পাত্রপাড়া,দেবীপুর,নছিপুর, উত্তর পাড়া এলাকায় প্রায় দুশো থেকে আড়াইশোটির বেশি পরিবারের বসবাস। বুধবার থেকে জলবন্দি অবস্থায় দিন কাটছে তাদের। প্রশাসনের তরফ থেকে কোনও সহযোগিতা মেলেনি বলে অভিযোগ নছিপুর গ্রামের বাসিন্দাদের।

গতকাল গলা অবধিও জল ছিল এই এলাকায়। আজ একটু পরিস্থিতির উন্নতি হয়েছে। কোমর পযন্ত জল আছে এলাকায়। এলাকার পুরুষরা জল পেরিয়ে অন্য গ্রাম থেকে পানীয় জল বা পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করছেন নিজেরাই। তবে প্রশাসনের কোনও সহযোগিতা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা বলেন, “আমাদের খাবার নেই। জল নেই। দেখুন না কী অবস্থা। মানুষ যে যাতায়াত করবে, বোট ব্যবহার করবে তাও নেই। প্রশাসনের দেখা নেই। আমাদের একটু ত্রাণের ব্যবস্থা তো করতে পারে? কাউকে দেখতে পাচ্ছি না।”

 

 

Next Article
Mamata Banerjee: মমতা তখন বানভাসি এলাকা পরিদর্শনে, হঠাৎই কালীঘাট থেকে এল অভিষেকের মায়ের ফোন, ‘দিদি’ শুনেই বললেন, ‘শিগগিরি সরে যা…’ কী হল?
Flood Situation: ‘আটাত্তরের বন্যার চেয়েও ভয়ঙ্কর’! পরিস্থিতি সামাল দিতে আরামবাগে হয়ে গেল জরুরি প্রশাসনিক বৈঠক