হুগলি: শুধু ভোটের সময়েই নয়, গোটা পাঁচ বছরই দেখা মিলবে। বলাগড়ে নির্বাচনী প্রচার সভায় গিয়ে এই প্রতিশ্রুতিই দিলেন হুগলিতে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচারে নেমে গিয়েছেন ছোট পর্দার দিদি নম্বর ওয়ান। শুক্রবার নির্বাচনী প্রচারে রচনার প্রতিশ্রুতি, ‘কতটা কাজ করতে পারব, সেটা পরের কথা। কিন্তু যখন চাইবেন তখন পাশে পাবেন। এরকম হবে না যে ভোটের সময় দেখতে পেলেন, পাঁচ বছরে আর দেখতে পাবেন না। সেটা হবে না কোনওদিনও।’
ভোটের প্রচারে বেরিয়ে আমজনতার একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়ার চেষ্টায় রচনা বন্দ্যোপাধ্যায়। হুড খোলা গাড়িতে ঘুরে ঘুরে প্রচার করছেন। এদিন তো আবার ব্রিগেডের জনগর্জন সভার মতো বলাগড়ে রচনার নির্বাচনী প্রচার সভাতেও র্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল। সেই র্যাম্প দিয়ে হেঁটে মানুষের আরও কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেন রচনা। হুগলিতে তৃণমূলের তারকা প্রার্থী বলেন, ‘আমি রাজনীতির মানুষ নই,রাজনীতিবিদও নই। আমি রাজনীতির ময়দানে একেবারে নতুন। আমার কাছে তাই রাজনীতির বক্তৃতা নেই। আমি শুধু মন থেকে বলব এবং যেটা বলব সেটা করে দেখাব।’
উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে রচনার বিরুদ্ধে ভোটে লড়ছেন হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনিও অভিনয় জগৎ থেকেই রাজনীতিতে এসেছেন এবং বর্তমানে বঙ্গ বিজেপির একেবারে প্রথম সারির মহিলা মুখদের মধ্যে অন্যতম। রচনার তৃণমূলের টিকিটে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছেন বিজেপি প্রার্থী। এখন দেখার শেষ পর্যন্ত এই নির্বাচনী লড়াইয়ে কার মুখে চওড়া হাসি ফোটে।