Hooghly: কালই শেষ ডেডলাইন! জল-আলো সব বন্ধ হবে শহরে
Hooghly: চরম হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা। শহরে জল রাস্তার আলোর মত জরুরি পরিষেবা বন্ধ রাখবে কর্মীরা।
হুগলি: চরম হুঁশিয়ারি! কালই শেষ হচ্ছে ডেডলাইন। তারপরই জল-আলো বন্ধ হবে শহরের। চুঁচুড়া পুরসভার গেটের সামনে বসে এই হুঁশিয়ারিই দিচ্ছেন কর্মীরা। দিনের পর দিন টাকা পাচ্ছেন না তাঁরা। তাই পরিষেবাও দিতে চাইছেন না। অস্থায়ী কর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল চুঁচুড়া।
বৃহস্পতিবার সকাল থেকে পুরসভার গেটে চলছে বিক্ষোভ-অবস্থান। স্লোগান উঠছে, ‘বল হরি হরিবোল, চেয়ারম্যানকে কাঁধে তোল’। বেতন পাচ্ছেন না অস্থায়ী শ্রমিকরা। সেই কারণেই পুরসভার সামনে চলছে আন্দোলন।
দু’মাসের বেতন হয়নি। ১৯ দিন ধরে আন্দোলন করছেন পুরসভার অস্থায়ী কর্মীরা। শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সাফাই কর্মীদের। তাঁরা কাজ বন্ধ রাখায় জঞ্জালে ভরেছে শহর। আলোচনা বৈঠক করেও কোনও রফা সূত্র বেরোয়নি বলে অভিযোগ। বেতন কবে হবে বলতে পারেনি পুর প্রশাসন। তাই চরম হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা। শহরে জল রাস্তার আলোর মত জরুরি পরিষেবা বন্ধ রাখবে কর্মীরা।
পুরসভার সমস্যা মেটাতে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে হস্তক্ষেপ করার দাবি জানান কর্মীরা। পুরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী বলেন, “আমরা বীতশ্রদ্ধ, আট মাস আগে থেকে ফিন্যান্স অফিসার ও অর্থ দফতরের সিআইসি জানিয়েছিলেন পুরসভার আর্থিক অবস্থা খারাপ। কেউ কোনও ব্যবস্থা নিচ্ছে না, সবাই সব জানে।”