হুগলি: সরস্বতী পুজোর দিন বজরং দলের নাম লেখা হুঁশিয়ারি পোস্টার পড়েছিল। লেখা ছিল যুগলকে এক সঙ্গে ঘুরতে দেখলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবার তার পাল্টা পোস্টার পড়ল হুগলির (Hooghly) উত্তরপাড়া সহ শ্রীরামপুরের বিভিন্ন জায়গায়। তাতে লেখা, ‘ভালোবাসার অধিকারের উপর খবরদারি করা গেরুয়া হনুমানের দল হুশিয়ার’। পোস্টারের লেখা ‘ভগৎ সিং যুব ব্রিগেড’।
শুক্রবার সকালে উত্তরপাড়া খেয়াঘাটের কাছে পার্ক সহ বিভিন্ন জায়গায় পোস্টার দেখা যায়। যদিও আগে দলের নাম দিয়ে পোস্টার পড়লেও তার দায় নেয়নি বজরং দল। সরস্বতী পুজোর দিন এ ধরনের ফতোয়া জারি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
আরও পড়ুন: কেশিয়াড়ির বিস্ফোরণে আহত কর্মী মৃত্যু
২২ তারিখ হুগলিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই শহর জুড়ে পড়ল লাল পোস্টার। উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর শহর বিভিন্ন জায়গায় লাল পোস্টার দেখা যায়। তাতে লেখা রয়েছে বিজেপিকে একটিও ভোট নয়। ফ্যাসিস্ট, আরএসএস, বিজেপির বিরুদ্ধে বাংলা। যদিও বাংলা ও ইংরেজিতে লেখা এই লাল পোস্টারে কোন দলের নাম লেখা নেই।