Hooghly: গাড়ি করে এসে খুব কাছ থেকে গুলি, মগড়ায় গুলিবিদ্ধ ২

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 29, 2024 | 11:59 AM

Hooghly: নাকসা মোড়ের কাছে রাত দেড়টা নাগাদ দু'জন বাইক নিয়ে মগড়ার দিকে যাচ্ছিল। অভিযোগ, পিছন থেকে একটি চার চাকা গাড়ি তাঁদের অনুসরণ করে আসে। নাকসা মোড় পার করে কিছুটা দূরে খুব কাছ থেকে গুলি করা হয় দুজনকে।

Hooghly: গাড়ি করে এসে খুব কাছ থেকে গুলি, মগড়ায় গুলিবিদ্ধ ২
হুগলিতে গুলিবিদ্ধ ২
Image Credit source: TV9 Bangla

Follow Us

 হুগলি:  মগড়ায় চলল গুলি। গুলিবিদ্ধ হয়েছেন ২ জন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মগড়ার নাকসা মোড় এলাকায়। জানা গিয়েছে,আহতদের নাম মইদুল ইসলাম(৩০) ও বিশ্বনাথ দে (৪০)। দু’জনকেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিশ্বনাথের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাকসা মোড়ের কাছে রাত দেড়টা নাগাদ দু’জন বাইক নিয়ে মগড়ার দিকে যাচ্ছিল। অভিযোগ, পিছন থেকে একটি চার চাকা গাড়ি তাঁদের অনুসরণ করে আসে। নাকসা মোড় পার করে কিছুটা দূরে খুব কাছ থেকে গুলি করা হয় দুজনকে। বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। মইদুলের থাইয়ে গুলি লাগে।বিশ্বজিতের হাতে ও পেটে গুলি লাগে। গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনায় একটি মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান পুরনো শত্রুতার জেরে এই ঘটনা হতে পারে। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, কারা কী উদ্দেশ্যে গুলি চালাল, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article