Hooghly: পুকুর থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার
Hooghly: বৃহস্পতিবার সকালেই ডানকুনি পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের একটি পুকুর এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ডানকুনি থানায়।পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করে।
হুগলি: বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন। পুকুর থেকে উদ্ধার হল নিখোঁজ যুবকের দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডানকুনি পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে। মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ডানকুনি থানার পুলিশ। জানা গিয়েছে, মৃতের নাম অজয় দাস। তিনি ১৬ নম্বর ওয়ার্ডের রায়পাড়ার বাসিন্দা।
বৃহস্পতিবার সকালেই ডানকুনি পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের একটি পুকুর এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ডানকুনি থানায়।পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, অজয় ১৬ নম্বর ওয়ার্ডের রায়পাড়ার বাসিন্দা, তবে ১৭ নম্বর ওয়ার্ডে ভাড়া বাড়িতে থাকতেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কাজে যাচ্ছি বলে একদিন বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকে আর বাড়ি ফেরেননি। পরিবারের তরফ থেকে সম্ভাব্য সমস্ত জায়গাতেই খোঁজ করা হয়। বৃহস্পতিবার সকালে ১৭ নম্বর ওয়ার্ডের একটি পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ডানকুনি থানার পুলিশ।