AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2025: এবারও পুজোর ১ লক্ষ টাকা অনুদান ফিরিয়ে দিল মহিলা পরিচালিত এই ক্লাব

Hooghly: বস্তুত, বিভিন্ন পুজো কমিটিগুলিকে নিয়ে নেতাজি ইন্ডোরে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর ৮৫ হাজার টাকা অনুদান ঘোষণা করেছিলেন তিনি।

Durga Puja 2025: এবারও পুজোর ১ লক্ষ টাকা অনুদান ফিরিয়ে দিল মহিলা পরিচালিত এই ক্লাব
মহিলারা ফেরালেন অনুদান Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 06, 2025 | 5:24 PM
Share

বৈদ্যবাটি: কয়েকদিন আগেই দুর্গাপুজোর জন্য এক লক্ষ দশ হাজার টাকা অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই অনুদান ফের ফিরিয়ে দিলেন বৈদ্যবাটির মহিলা পরিচালিত একটি দুর্গাপূজা কমিটি। পোস্টার হাতে তাঁদের দাবি নারী সুরক্ষার।

গত বছর আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে দুর্গা পুজোর সরকারি অনুদান নেয়নি অনেক পুজো কমিটি। তার মধ্যে ছিল হুগলির বৈদ্যবাটির ‘মহিলা মিলন চক্র ক্লাব’। গত বছরের মতো এই বছরও তারা দুর্গাপুজোর সরকারি অনুদান নিচ্ছেন না। দীর্ঘ ষাট বছর ধরে এই পুজো করে আসছেন এই মহিলা পরিচালিত পুজো কমিটির সদস্যরা। এ দিন, বাংলার নারীদের সুরক্ষার দাবিতে পোস্টার হাতে প্রতিবাদে সামিল হন বিবেকানন্দ সরণীর মহিলা মিলন চক্র ক্লাবের সদস্যরা।

বস্তুত, বিভিন্ন পুজো কমিটিগুলিকে নিয়ে নেতাজি ইন্ডোরে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর ৮৫ হাজার টাকা অনুদান ঘোষণা করেছিলেন তিনি। এ বছরে দুর্গাপুজোর কমিটিগুলিতে আরও ২৫ হাজার টাকা বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করে পুজোর সরকারি অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবার সেই অনুদান গ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নিল বৈদ্যবাটির মিলন চক্র ক্লাব।

ওই ক্লাবের সভাপতি তপতী মুখোপাধ্যায় বলেন, “গত বছর আরজি কর কাণ্ডের ঘটনার পর আমরা পুজোর অনুদান প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু গত এক বছরে তিলোত্তমা কোনও বিচার পায়নি। তাঁর বাবা-মা এখনো বিভিন্ন দরজায় ঘুরে বেড়াচ্ছেন। তাই আমরা কোনও সরকারি অনুদান নিতে চাইছি না।” তিনি আরও বলেন, “এই অনুদানের কি কোনও প্রয়োজনীয়তা আছে? যে অনুদান তিনি দিচ্ছেন সেটা যদি কোনও স্বাস্থ্য শিক্ষা বা অন্য কোন কাজে ব্যায় হতো তাহলে ভাল হতো। কারণ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, মানুষের চাকরি নেই। তাই ক্লাবকে টাকা না দিয়ে যদি ভাল কাজে ব্যবহার হয় সেটা আরও বেশি খুশি হব।”

বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন, “সরকারি অনুদান যদি কেউ না নিতে চায় তাহলে তো কিছু বলার নেই। আর এই ক্লাব গত বছর অনুদান নেয়নি। যারা এসব বলছে তাদের জানা উচিত সরকার সামাজিক সুরক্ষা থেকে সাধারণ মানুষের কথা ভেবে ৭২ টা প্রকল্প চালু করেছে।”