Road Accident: সন্ধ্যার মুখে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা আরামবাগে! আর বাড়ি ফেরা হল না সাহিল-সুদীপদের, রক্তে মাখামাখি বাইক
Road Accident: স্থানীয় বাসিন্দারা বলছেন, সাহিল যে অভিমুখে আসছিলেন সুদীপ তাঁর বিপরীত দিক থেকে আসছিলেন। এরইমধ্যে লরিকে সাইড দিতে গিয়ে ষষ্ঠীপুর এলাকায় দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হন মোট তিন জন।

আরামবাগ: ভয়ঙ্কর পথ দুর্ঘটনা আরামবাগে। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ২ বাইক চালকের। আহত আরও ১ জন। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে আরামবাগ-বর্ধমান রাজ্য সড়কের বাতানল গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠীপুর এলাকায়। মৃতদের নাম শেখ সাহিল (২৪) ও সুদীপ পাত্র (২৩)। সাহিলের বাড়ি তারকেশ্বর থানার চাঁপাডাঙ্গায়। অন্যদিকে সুদীপ পাত্রের বাড়ি আরামবাগ থানার চকফাজিল গ্ৰামে।
স্থানীয় সূত্রে খবর, সুদীপ হায়দরাবাদে একটি কোম্পানিতে কাজ করতেন। বেশ কয়েক মাস আগে বাড়ি এসেছিলেন। অন্যদিকে সাহিলও বাইরে কাজ করতেন। বকরি ইদে বাড়ি এসেছিলেন। কয়েকদিন আগে তাঁর আত্মীয়র বাড়ি আরামবাগের ঘিয়া এলাকায় এসেছিল। অন্যদিকে শেখ সাহিল তাঁর এক বন্ধুকে বাইকে চাপিয়ে মুথাডাঙা থেকে বর্ধমান প্রধান সড়কে যাচ্ছিল। কিন্তু কে জানত পথেই তাঁদের জন্য অপেক্ষা করে আছে বড় বিপদ! আর ফেরা হবে না বাড়ি!
স্থানীয় বাসিন্দারা বলছেন, সাহিল যে অভিমুখে আসছিলেন সুদীপ তাঁর বিপরীত দিক থেকে আসছিলেন। এরইমধ্যে লরিকে সাইড দিতে গিয়ে ষষ্ঠীপুর এলাকায় দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হন মোট তিন জন। স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাহিল ও সুদীপকে মৃত বলে ঘোষণা করেন। সাহিলের বন্ধু ভর্তি হাসপাতালে। ঘটনায় শোকের ছায়া দুই যুবকেরই পরিবারে।
