Mamata Banerjee: ‘উনি এলেন আর টাটা-বাইবাই করে চলে গেলেন’, মমতা বেরতেই ক্ষোভ উগরে দিলেন গ্রামের মহিলারা
Hooghly: এ দিন মমতা এলাকা ছাড়তেই বিক্ষোভ শুরু বন্যা দুর্গতদের। কেউ কেউ তো মুখ্যমন্ত্রীর সামনেই নিজেদের ক্ষোভের কথা তুলে ধরেন। মুখ্য়মন্ত্রীকে একজন বলেন, "একটা ত্রিপল পর্যন্ত আসেনি। খাবার পর্যন্ত আসেনি।"
পুরশুড়া: ডুবেছে রাস্তা। ডুবেছে বাড়ি। ক্ষতিগ্রস্ত চাষভূমি। হুগলির আরামবাগ, পুড়শুড়া, খানকুল যেদিকে তাকানো যায় সব দিকে একই পরিস্থিতি। আর বুধবার বন্যা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে পুড়শুড়া পৌঁছন তিনি। পরিস্থিতি খতিয়ে দেখেন। কথা বলতে দেখা যায় কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে।
এ দিন মমতা এলাকা ছাড়তেই বিক্ষোভ শুরু বন্যা দুর্গতদের। কেউ কেউ তো মুখ্যমন্ত্রীর সামনেই নিজেদের ক্ষোভের কথা তুলে ধরেন। মুখ্য়মন্ত্রীকে একজন বলেন, “একটা ত্রিপল পর্যন্ত আসেনি। খাবার পর্যন্ত আসেনি।” আরএক মহিলা বলেন, “আমরা প্রতিবছর বন্যায় ভুগি।” উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “আমি জানি। জল ছাড়ছে তো…”
অপরদিকে হরিহর থানার এলাকার এক ব্যক্তি গোপাল জানা আবার জানালেন মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলেননি। ওই ব্যক্তি বললেন, “মাইকে অঞ্চল থেকে হেঁকে যাচ্ছে উঁচু জায়গায় ঠাঁই নাও। কিন্তু যাবটা কোথায়? একটা ত্রিপল নেই কিচ্ছু নেই। দিদি এলেন। নামলেন। সব মহিলাদের সঙ্গে কথা কি বলেছেন? আর নেতাগুলো একবার আসে।” আরও এক মহিলা অভিযোগ করে বললেন, “উনি যে এলেন একবার দাঁড়িয়ে অন্তত দেখতে পারতেন। উনি সাহায্য করবেন না? নাকি আমরা হড়কা বানে ভেসে যাব। বাঁধটা অন্তত ঠিক করে দিন। উনি এলেন আর টাটা-বাইবাই করে চলে গেলেন।” এলাকার আরও এক মহিলা বলেন, “এসে দাঁড়িয়ে তো দেখতে হবে? জোর হাত করে এসে চলে গেলে হবে?”