Mid day Meal: চালে গিজগিজ করছে পোকা, তা ধুয়েই শিশুদের খাওয়ানোর তোড়জোড়

Sanath Majhi | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 08, 2024 | 2:12 PM

Mid day Meal: গ্রামবাসীদের আরও অভিযোগ পোকা ধরা চাল খেয়ে তাদের সন্তান অসুস্থ হয়ে পড়ছে। স্কুলের দিদিমনির বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তুলছেন অভিভাবকরা।অভিভাবকদের দাবি স্কুলের দিদিমনির অপসারণ এবং মিড ডে মিলের যে খাবার দেওয়া হয় তা খতিয়ে দেখুক ব্লক প্রশাসন।

Mid day Meal: চালে গিজগিজ করছে পোকা, তা ধুয়েই শিশুদের খাওয়ানোর তোড়জোড়
মিড-ডে মিলের চালে পোকা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

হুগলি: স্কুলের মিড-ডে মিলের রান্নাঘরে তখন তোড়জোড় চলছে রান্নার। চাল ধুয়ে সবে উনুনে বসাতে যাবেন রাঁধুনি। আর তখনই ঘটল যত কাণ্ড। স্কুলে ছাড়তে আসা এক অভিভাবকের চোখে পড়ে যায় চালের অবস্থা। চালটিতে থিকথিক করছে পোকা। সেই পোকা ধরা চাল ধুয়েই চলছে রান্নার প্রস্তুতি। আর বিষয়টি সামনে আসতেই বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বরের চাপাডাঙা এলাকার সদ্দার পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। অভিভাবকদের দাবি,সোমবার সকালে সন্তানকে স্কুলে ছাড়তে গিয়েছিলেন। সেই সময় তাদের নজরে পড়ে ঘটনাটি।এরপরই স্কুলের সামনে জড়ো হন অভিভাবক এবং গ্রামবাসীরা। রান্নাঘরে তালা মেরে বিক্ষোভ দেখান তাঁরা।

গ্রামবাসীদের আরও অভিযোগ পোকা ধরা চাল খেয়ে তাদের সন্তান অসুস্থ হয়ে পড়ছে। স্কুলের দিদিমনির বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তুলছেন অভিভাবকরা।অভিভাবকদের দাবি স্কুলের দিদিমনির অপসারণ এবং মিড ডে মিলের যে খাবার দেওয়া হয় তা খতিয়ে দেখুক ব্লক প্রশাসন। তারপরেই খোলা হবে স্কুল। এই দাবিতে দিদিমণিকে ঘেরাও করে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। স্কুল শিক্ষক বলেন, “এগুলো বাদ দিয়েই খাওয়ানো হয়। আমাদের কাছে ভাল চাল আসে। আমার দরকার পঞ্চাশ কেজি। দেড়শো কেজি চাল দিয়েছে। বেশি হয়েছে। সেই কারণে খারাপ হয়েছে।”

এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে স্কুলে আসে তারকেশ্বর থানার পুলিশ। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Next Article