AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Councilor: ‘তদন্ত চাই’, দুর্নীতির অভিযোগ তারকেশ্বরে কাউন্সিলরের বিরুদ্ধে পড়ল পোস্টার

TMC Councilor: বিতর্কের মুখে কাউন্সিলর অমরেন্দ্রনাথ সমুইয়ের সাফাই, কেউ বা কারা তাঁর বিরুদ্ধে অপপ্রচার করছে। ভাবমূর্তি নষ্টের চেষ্টা হচ্ছে। রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ হলে তিনি যে কোনও শাস্তি মেনে নিতে রাজি।

TMC Councilor: ‘তদন্ত চাই’, দুর্নীতির অভিযোগ তারকেশ্বরে কাউন্সিলরের বিরুদ্ধে পড়ল পোস্টার
বিতর্কের ঢেউ এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jul 10, 2025 | 11:15 PM
Share

তারকেশ্বর: একাধিক দুর্নীতির অভিযোগ, পুকুর ভরাটে মদত, আবাস যোজনায় নিজের আত্মীয়দের বাড়ি! সঙ্গে আবার কাউন্সিলার হয়েই নিজের ছেলের চাকরি দেওয়ার অভিযোগও রয়েছে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বড় বড় হেডিং লাগিয়ে তদন্তের দাবি এলাকাবাসীর। পাশাপাশি তৃণমূল কাউন্সিলরকে ঝাঁটা দিয়ে গণসংবর্ধনা দেওয়ারও ডাক দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করেই সরগরম তারকেশ্বরের রাজনৈতিক মহল। 

জনতার কাঠগড়ায় তারকেশ্বর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অমরেন্দ্রনাথ সমুই। তাঁর বিরুদ্ধেই এলাকায় পড়েছে বড় বড় হোডিং। তবে কারা এই হোর্ডিং লাগিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ওয়ার্ডের বাসিন্দাদের দাবি দুর্নীতির সঙ্গে জড়িত আছে বলেই হোডিং লাগিয়েছে কেউ বা কারা। বাসিন্দারা বলছেন, নামেই তিনি কাউন্সিলর হয়েছেন কিন্তু এতদিন এলাকার উন্নয়নের স্বার্থে কোনও কাজই করেননি। এলাকায় পুকুর ভরাটে মদত দিয়েছেন। এলাকার নিকাশি বা পরিশ্রুতি পানীয় জল-সহ কোনও উন্নয়নই করেননি কাউন্সিলর। 

বিতর্কের মুখে কাউন্সিলর অমরেন্দ্রনাথ সমুইয়ের সাফাই, কেউ বা কারা তাঁর বিরুদ্ধে অপপ্রচার করছে। ভাবমূর্তি নষ্টের চেষ্টা হচ্ছে। রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ হলে তিনি যে কোনও শাস্তি মেনে নিতে রাজি। তবে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার জেলা সভাপতি সুশান্ত বেরা বলেন, সাধরণ মানুষ প্রতিবাদ করছে দুর্নীতির বিরুদ্ধে। এই প্রতিবাদের প্রয়োজন আছে।