AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalyan Banerjee: ‘দলের শত্রু… আমাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই’, ডানকুনি-কাণ্ডে বার্তা কল্যাণের

Dankuni: কল্যাণের মন্তব্যের পরই সুর নরম কাউন্সিলর সূর্য দে-র। তিনি বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন ঠিক বলেছেন। আমিও দলের বিরুদ্ধে কিছু বলিনি। উনি আমার জন্য এই কথা বলেননি।" অন্যদিকে, হাসান মণ্ডল এই বিষয়ে আর মুখ মুলতে চাইছেন না।

Kalyan Banerjee: 'দলের শত্রু... আমাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই', ডানকুনি-কাণ্ডে বার্তা কল্যাণের
| Edited By: | Updated on: Sep 22, 2025 | 8:15 PM
Share

ডানকুনি: ‘কিছু পেলাম না বলে যদি কেউ দলের বিরোধিতা করে, তবে সে দলের শত্রু। তার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।’ ডানকুনিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে একথাই বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এভাবেই কার্যত তিনি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন বলে মনে করছেন বিরোধীরা। পাশাপাশি যারা বিতর্ক তৈরি করছে, সেই নেতাদের প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ডানকুনি টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি হিসাবে জিয়ারুল আকানের নাম প্রকাশ হওয়ার পর তাঁর সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন ডানকুনি পুরসভার কাউন্সিলর সূর্য দে ও কাউন্সিলর হাসান মণ্ডল। তারপরই কল্যাণের এই বার্তা।

রবিবার সন্ধ্যায় চণ্ডীতলার একটি অনুষ্ঠানে যোগ দেন কল্যাণ। অনুষ্ঠান মঞ্চ থেকে কল্যাণ বলেন, “একটা রাজনীতিবিদের সবথেকে বড় পরিচয় হল যে তাঁর উপর মানুষ ভরসা করবে। কে কী পদ পেল, সেটা বড় কথা নয়। কিন্তু কিছু পেলাম না বলে যদি কেউ দলের বিরোধিতা করে, সে দলের শত্রু তার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। তর্ক বিতর্ক ভিতরে হবে, যা হওয়ার যা করার চেষ্টা করা হবে, এর বাইরে কিছু নয়। সবাই সবকিছু পায় না। যে যেটুকু পায়, সেটা যে মেনে নিতে পারে, সে আনন্দে থাকে।”

কল্যাণের মন্তব্যের পরই সুর নরম কাউন্সিলর সূর্য দে-র। তিনি বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন ঠিক বলেছেন। আমিও দলের বিরুদ্ধে কিছু বলিনি। উনি আমার জন্য এই কথা বলেননি।” অন্যদিকে, হাসান মণ্ডল এই বিষয়ে আর মুখ মুলতে চাইছেন না।

উল্লেখ্য গত শনিবার সন্ধ্যায় একাধিক জেলার সাংগঠনিক পদাধিকারীদের নামের তালিকা প্রকাশ করে তৃণমূল। জিয়ারুল আকানকে ডানকুনি টাউনের যুব সভাপতি করা হয়েছে। সেই নাম প্রকাশের পরই সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক মন্তব্য করেন কাউন্সিলর হাসান মণ্ডল ও কাউন্সিলর সূর্য দে। তাঁরা বলেন, “জিয়ারুল আকান একটা ক্রিমিনাল। নিয়ম করে প্রতিদিন বারে যাওয়াই তার কাজ। রাজনীতি না করেই পদ পেয়েছে আইপ্যাকের রিপোর্টে।”