Kanchan Mullick: উত্তরপাড়া থেকে ‘নিখোঁজ’ কাঞ্চন মল্লিক! ‘ধরা পড়তেই’ বললেন, ‘এই তো আমি’

Ashique Insan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 16, 2024 | 2:58 PM

Kanchan Mullick: কিন্ত বিজেপি রাজ্য কমিটির সদস্য প্রণয় রায় পাল্টা কটাক্ষের সুরে বলেন,"কাঞ্চন মল্লিকের এখন হানিমুন পিরিয়ড চলছে। এখন ওনাকে পাওয়া যাবে না এটাই স্বাভাবিক। আর আগেই বা ওনাকে কবে পাওয়া গিয়েছে।

Kanchan Mullick: উত্তরপাড়া থেকে নিখোঁজ কাঞ্চন মল্লিক! ধরা পড়তেই বললেন, এই তো আমি
কাঞ্চন মল্লিক, উত্তরপাড়ার বিধায়ক
Image Credit source: Facebook

Follow Us

হুগলি: শুক্রবারই কার্যত ঝাঁঝিয়ে উঠেছিলেন তৃণমূল কাঞ্চন মল্লিক। ভোটের প্রচারে গিয়ে তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রশ্ন করতেই মুখে কুলুপ এঁটেছিলেন এই তৃণমূল নেতা। পরিষ্কার বলেছিলেন,’পার্সোনাল জিনিস নিয়ে এখন কথা বলব না।’ কিন্তু এবার তাঁরই এলাকায় পড়ল ‘নিখোঁজ’ পোস্টার। আর যা শুনে একদম স্পষ্ট উত্তর দিলেন বিধায়ক। বললেন, “এই তো আমি…”

‘উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক নিখোঁজ’। এই মর্মে পোস্টার পরে হিন্দমোটর অঞ্চলে। অভিনেতা কাঞ্চন উত্তরপাড়ার বিধায়ক হওয়ার পর তাঁকে তার বিধানসভা এলাকায় খুব একটা দেখা যায় না বলে অভিযোগ ওঠে। এরপর আজ উত্তরপাড়ায় এসে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার করেন তিনি।

‘নিখোঁজ’ শুনে কাঞ্চন বলেন, “এই তো আমি। গতকাল কোন্নগরে কল্যাণদার প্রচার কে করল। বিধায়কের অফিস আছে সেখানে কে বসেছিল? বিধায়কের তহবিলের খরচ কীভাবে হচ্ছে? এত উত্তর আমি কাকে দেব বলুন। এবার যারা দেখতে পাচ্ছে তারা যদি ইচ্ছাকৃতভাবে না দেখতে চান তাহলে তো আমার কিছু করার নেই। একজন বিধায়কের নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট অফিস থাকে। সেখানে আমি বসি। পরিষেবা দিই। প্রত্যেকের বাড়ি বাড়ি খবর নেওয়া খুব মুশকিল। ইচ্ছা করে কেউ যদি মুখ ঘুরিয়ে থাকে তাহলে আমি কি করতে পারি।”

কিন্ত বিজেপি রাজ্য কমিটির সদস্য প্রণয় রায় পাল্টা কটাক্ষের সুরে বলেন,”কাঞ্চন মল্লিকের এখন হানিমুন পিরিয়ড চলছে। এখন ওনাকে পাওয়া যাবে না এটাই স্বাভাবিক। আর আগেই বা ওনাকে কবে পাওয়া গিয়েছে। যারা ওনাকে প্রার্থী করেছে,যে দল ওনাকে প্রার্থী করেছিল তাদের জবাব দেওয়া উচিত সাধারণ মানুষের কাছে।”

Next Article