Rachna Banerjee: ‘দিদি সিঙুর থেকে শুরু করেছিলেন, রচনা বন্দ্যোপাধ্যায়ও এখান থেকে লড়াই শুরু করলেন’

Sanath Majhi | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 16, 2024 | 4:53 PM

Rachna Banerjee: আজ সিঙুরে কর্মীদের সঙ্গে বৈঠক করেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "সিঙুর হচ্ছে প্রথম আন্দোলনের জায়গা। যেখান থেকে একসময় দিদি লড়াই শুরু করেছিলেন। আজ রচনা বন্দ্যোপাধ্যায় সেই সিঙুর থেকে লড়াই। আমি আমার ১০০ শতাংশ দেব।"

Rachna Banerjee: দিদি সিঙুর থেকে শুরু করেছিলেন, রচনা বন্দ্যোপাধ্যায়ও এখান থেকে লড়াই শুরু করলেন
রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সিঙুর: ভোটের প্রচার শুরু করলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ( Rachna Banerjee)। ডাকাত কালীর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। আর ভোটের প্রচারে নেমেই রচনা অভিযোগ করলেন পাঁচ বছরে হুগলির কোনও উন্নয়ন হয়নি। তাই রচনার প্রচারের হাতিয়ার উন্নয়ন।

আজ সিঙুরে কর্মীদের সঙ্গে বৈঠক করেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সিঙুর হচ্ছে প্রথম আন্দোলনের জায়গা। যেখান থেকে একসময় দিদি লড়াই শুরু করেছিলেন। আজ রচনা বন্দ্যোপাধ্যায় সেই সিঙুর থেকে লড়াই। আমি আমার ১০০ শতাংশ দেব।” এরপর লকেট প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। অভিনেত্রী বলেন, “উনি আমার থেকে অনেক বেশি সিনিয়র। রাজনীতি আমার থেকে অনেক বেশি বোঝেন। তাই জন্য এতদিন ধরে হুগলি জুড়ে অনেক কাজ করেছেন। তবে কথা দিয়ে গেলাম মানুষের সঙ্গে থাকব।”

এ দিন প্রচারের শেষে রচনার প্রতিশ্রুতি, “আমি চেষ্টা করব পশ্চিমবঙ্গের মানচিত্রে হুগলি জেলা সকলের উপরে থাকবে।” প্রসঙ্গত,প্রসঙ্গত, আজ ডাকাত কালীর মন্দিরে পুজো দেওয়ার পর সিঙুরের লোহাপট্টি সেবা সমিতিতে হুগলি লোকসভা কেন্দ্রের একাধিক বিধায়ক ,ব্লক ও শহরাঞ্চলের তৃণমূল নেতৃত্বদের সাথে বৈঠক এবং সিঙুর বিধানসভার তৃণমূল কর্মীদের সঙ্গে কর্মীসভা করেন রচনা।

Next Article