Konnagar: তৃণমূলের দাপুটে নেতাকে খুন, গ্রেফতার এবার বাঘা, কে সে?
Konnagar: শনিবার পুলিশ গ্রেফতার করেছিল তিনজনকে। এই তিন দুষ্কৃতী গ্রেফতার হয় বারাসাত,বেলঘড়িয়া থেকে। ধৃতদের নাম বিশ্বনাথ দাস ওরফে বিশা। এরপর আজ গ্রেফতার হল বাঘা।

হুগলি: কানাইপুরে তৃণমূল নেতা খুনে এবার গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী বাঘা। এনিয়ে মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার পুলিশ গ্রেফতার করেছিল তিনজনকে। এই তিন দুষ্কৃতী গ্রেফতার হয় বারাসাত,বেলঘড়িয়া থেকে। ধৃতদের নাম বিশ্বনাথ দাস ওরফে বিশা। এরপর আজ গ্রেফতার হল বাঘা।
বাঘা ওরফে ভোলানাথ দাসের ভাই বিশা ওরফে বিশ্বনাথ দাস সহ দুই ভাড়াটে খুনিকে আগেই গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে বাঁকুড়ার সোনামুখি থেকে বাঘাকে গ্রেফতার করা হয় আজ সকালে। বাঘা কানাইপুরে এক সময় ত্রাস ছিল। ‘হুব্বা শ্যামলের’ ভয়ে সে এলাকা ছেড়েছিল। সেই বাঘাই কানাইপুরে জমি সংক্রান্ত বিবাদের জেরে তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তীকে খুনের পরিকল্পনা করেন। এরপর তাঁর ভাই বিশাকে তিন লাখ টাকা দিয়ে বারাসত ও শাসনের দুই খুনিকে ভাড়া করে। উল্লেখ্য, কয়েকদিন আগে কোন্নগর কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীকে ধারাল অস্ত্র দিয়ে খুনের ঘটনা ঘটে। সেই ঘটনায় গতকালই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে।
ডিসিপি শ্রীরামপুর অর্নব বিশ্বাস বলেন, “জমি বিবাদের এই খুন বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। এর পিছনে রাজনৈতিক কোনও কারণ এখনো পাওয়া যায়নি। ভারাটে খুনি দিয়ে পরিকল্পনা করে খুন করা হয়েছে। এর পিছনে আরও কেউ আছে কি না তা দেখা হচ্ছে।”

