Local Train: মমতার চালু করা এই লোকাল ট্রেন ১৫ বছর পর আচমকাই বন্ধ করছে রেল

Sanath Majhi | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 31, 2024 | 12:45 PM

Singur: মন্ত্রীর দাবি, রেলের এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার দলমত নির্বিশেষে ট্রেনের যাত্রীদের নিয়ে সকালে হাওড়া থেকে ছেড়ে আসা তারকেশ্বর লোকাল ট্রেন আটকে দেওয়া হবে।

Local Train: মমতার চালু করা এই লোকাল ট্রেন ১৫ বছর পর আচমকাই বন্ধ করছে রেল
Image Credit source: PTI

Follow Us

সিঙ্গুর: বন্ধ হয়ে যাচ্ছে ‘সিঙ্গুর আন্দোলন লোকাল’। প্রায় ১৫ বছর ধরে চলছে এই ট্রেন। হঠাৎ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে তুমুল প্রতিবাদ। পথে নেমেছেন যাত্রী তথা সিঙ্গুরের বাসিন্দারা। বিক্ষোভ শুরু হয়েছে সিঙ্গুর রেল স্টেশনে। আগামিকাল, বুধবার থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না।

সিঙ্গুর কৃষিজমি আন্দোলনকে স্মরণীয় রাখার জন্য চালু হয়েছিল ‘সিঙ্গুর আন্দোলন লোকাল ট্রেন’। সিঙ্গুর স্টেশন থেকে সকাল ৮টা ১২ মিনিটে ছাড়ে ওই ট্রেন। ২০০৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই লোকাল ট্রেন চালু করেছিলেন।

২০২৫-এর ১ জানুয়ারি থেকে এই ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। তারই প্রতিবাদে মঙ্গলবার সকালে সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে সিঙ্গুর স্টেশনে একটি প্রতিবাদ সভা করেন।

মন্ত্রীর দাবি, রেলের এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার দলমত নির্বিশেষে ট্রেনের যাত্রীদের নিয়ে সকালে হাওড়া থেকে ছেড়ে আসা তারকেশ্বর লোকাল ট্রেন আটকে দেওয়া হবে।

‘সিঙ্গুর আন্দোলন লোকাল’ তুলে দেওয়ার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভকে কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির বক্তব্য, ‘সিঙ্গুর আন্দোলনকে হাতিয়ার করে তৃণমূলের নেতা-নেত্রীরা রাজভোগ খাচ্ছে, কৃষকদের কথা ভাবছে কোথায়?’

বিজেপির কনভেনার মধুসূদন দাসের দাবি, এই রাজ্যে সবথেকে বড় আন্দোলন হয়েছে আর জি করের ঘটনা নিয়ে। তিনি বলেন, “রেলকে বলব আরজি কর আন্দোলনের জন্য প্রতিটি শাখায় একটি করে ট্রেন বাড়ানো উচিৎ তিলোত্তমার নামে।”

Next Article