Locket on Rachna Banerjee: ‘এক-দেড় বছর আগে খবর এসেছিল…’ রচনা সম্পর্কে বিস্ফোরক দাবি লকেটের

Pradipto Kanti Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 20, 2024 | 9:21 PM

Locket on Rachna Banerjee: ধনিয়াখালি নিয়ে লকেটের কিছু অভিযোগ রয়েছে। তাঁর দাবি, সেখানে বাইরে থেকে লোক এসে ভোট দিচ্ছিল, এলাকার ভোটাররা ভোট দিতে পারেননি। সেই বুথ পরিদর্শনেও গিয়েছিলেন লকেট। এদিন ভোট চলাকালীন ধনিয়াখালিতে তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের সঙ্গে লকেটকে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়।

Locket on Rachna Banerjee: এক-দেড় বছর আগে খবর এসেছিল... রচনা সম্পর্কে বিস্ফোরক দাবি লকেটের
রচনা প্রসঙ্গে লকেট
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

হুগলি: ভোট নিয়ে খুশি লকেট চট্টোপাধ্যায়। সোমবার পঞ্চম দফায় ভোট ছিল হুগলিতে। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থীর দাবি, ২০১৯-এ যেভাবে ভোট হয়েছিল, তার থেকে ভাল ভোট হয়েছে এবার। তাঁর দাবি, এবার চন্দননগরে ৮০ শতাংশ ক্যাম্প বসাতে পেরেছে বিজেপি। ধনিয়াখালি নিয়ে কিছু অভিযোগ তুললেও বিজেপি প্রার্থী মনে করেন, আগেরবার যত মানুষের আশীর্বাদ পেয়েছিলেন, এবার তার থেকেও বেশি মানুষ তাঁর পাশে আছেন। রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রতিপক্ষ হিসেবে বেশি গুরুত্ব না দিতে চাইলেও, লকেট বলেন, লড়াইটা কঠিন, তাতে কোনও সন্দেহ নেই।

এদিন সাংবাদিক বৈঠকে রচনা সম্পর্কে এক বিস্ফোরক দাবি করেন তিনি। লকেট বলেন, “অনেক আগেই উনি রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন। আমার কাছে খবর এসেছিল। ভুল করে তৃণমূলে চলে গিয়েছেন। সত্যিকারের রাজনীতি করতে চাইলে বিজেপিতে আসুন।”

লকেট আরও বলেন, “উনি (রচনা) কী করেছেন জানি না। তবে ৭ টাতেই টায়ার্ড হয়ে গেলেন! পরীক্ষার দিনই প্রার্থী ।দি সকাল ৭ টায় ক্লান্ত হয়ে যান, তাহলে বাকি কর্মীরা কী করবেন।” বিধায়ক অসীমা পাত্রও রচনার সঙ্গে থাকতেন না বলে দাবি করেন লকেট।

তবে ধনিয়াখালি নিয়ে লকেটের কিছু অভিযোগ রয়েছে। তাঁর দাবি, সেখানে বাইরে থেকে লোক এসে ভোট দিচ্ছিল, এলাকার ভোটাররা ভোট দিতে পারেননি। সেই বুথ পরিদর্শনেও গিয়েছিলেন লকেট। এদিন ভোট চলাকালীন ধনিয়াখালিতে তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের সঙ্গে লকেটকে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়। পরে তাঁকে ঘিরে বিক্ষোভ হয় চন্দননগরে।

Next Article