Arambagh Protest: হেলথ সেন্টার সরানোর প্রতিবাদে পুরশুড়ায় তুমুল বিক্ষোভ! এলাকার লোকজন বলছে, ‘মনে হচ্ছে টাকা খেয়েছে’
Arambagh Protest: গ্রামের পুরুষ থেকে মহিলা প্রায় সকলকেই এদিন দফায় দফায় উপস্বাস্থ্যকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে দেখা যায়। তাদের দাবি, গ্রামের একমাত্র উপস্বাস্থ্যকেন্দ্রটি সরিয়ে পুরশুড়ার ঘোলদিগরুই এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবেই।

পুরশুড়া: গ্রামের একমাত্র উপ স্বাস্থ্যকেন্দ্র কোনওভাবেই সরানো যাবে না, এই দাবি তুলে এদিন সকাল থেকেই দফায় দফায় তুমুল বিক্ষোভ পুরশুড়ায়। পুরশুড়ার শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল ও পুরশুড়া বিডিও অফিস ঘেরাও করে চলে বিক্ষোভ। বিক্ষোভে সামিল শ্যামপুর পঞ্চায়েতের ন্যাওটা গ্রামের বাসিন্দারা। তাঁদের সাফ কথা, এই কাজ বাস্তবায়িত হলে চরম সমস্যায় পড়বেন তাঁরা। তাঁদের দাবি যে জায়গায় এই স্বাস্থ্যকেন্দ্র সরানো হবে বলে ঠিক হয়েছে তার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
গ্রামের পুরুষ থেকে মহিলা প্রায় সকলকেই এদিন দফায় দফায় উপস্বাস্থ্যকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে দেখা যায়। তাদের দাবি, গ্রামের একমাত্র উপস্বাস্থ্যকেন্দ্রটি সরিয়ে পুরশুড়ার ঘোলদিগরুই এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবেই। যার কোনও প্রয়োজনীয়তাই নেই। ইতিমধ্যেই ঘোলদিগরুই এলাকায় একটি উপ স্বাস্থ্যকেন্দ্র থাকলেও সেখানে কেন সেখানে আরও এক স্বাস্থ্যকেন্দ্রের স্থানান্তর হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন বারবার।
বিক্ষোভকারী এক গ্রামবাসী বলছেন, “ঘোলদিতে তো একটা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। আবার কেন ওখানে একটা যাবে? এটাই আমাদের প্রশ্ন। আমাদের মনে হচ্ছে এর পিছনে কোনও টাকা পয়সার লেনদেন হয়ে থাকতে পারে।” অন্যদিকে গ্রামের আর এক মহিলা রূপা মাঝি বলছেন, “এটা হলে আমাদের খুবই অসুবিধা হবে। আমরা অত দূর যেতে পারব না। মনে হচ্ছে টাকা খেয়েছে। তাই এখন আচমকা এই সিদ্ধান্ত।” তবে প্রশাসনের তরফে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। পুরশুড়া ব্লকের জয়েন্ট বিডিও দেবপ্রিয়া খান বলছেন, “ওনারা যা বলতে এসেছেন তা আমরা শুনেছি। মানুষ যাতে সুবিধা হয় তার জন্য আমাদের কথা চলছে। জেলাশাসকের নজরেও বিষয়টা আনা হচ্ছে।”
