Chandannagar: প্লেটলেট নেমে গিয়েছিল অনেক নিচে, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু চিকিৎসকের
Chandannagar: পরিবার সূত্রে খবর, গত ২৪ নভেম্বর থেকে জ্বরে ভুগছিলেন ওই চিকিৎসক। প্লেটলেট নামতে শুরু করলে চন্দননগরের একটি বেসরকারি হাসপাতলে ভর্তি করা হয়। গত ৩০ শে নভেম্বর এসএসকেএম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
চন্দননগর: ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু এক চিকিৎসকের। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। এরপর হাসপাতালে ভর্তি করালে তাঁর ডেঙ্গি ধরা পড়ে। মৃতের নাম স্বাতী দে (৪৭)।
পরিবার সূত্রে খবর, গত ২৪ নভেম্বর থেকে জ্বরে ভুগছিলেন ওই চিকিৎসক। প্লেটলেট নামতে শুরু করলে চন্দননগরের একটি বেসরকারি হাসপাতলে ভর্তি করা হয়। গত ৩০ শে নভেম্বর এসএসকেএম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার ভোররাতে মৃত্যু হয় তাঁর। চিকিৎসকের স্বামী সুস্নাত দে নিজেও চিকিৎসক। তিনি শল্য চিকিৎসক,কোচবিহারে কর্মরত। স্বাতী চন্দননগর হাসেপাতালের চিকিৎসক ছিলেন। তাঁদের কন্যাও ডাক্তারী পড়ুয়া।
চন্দননগর কর্পোরেশনের ষোলো নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকায় বাড়ি চিকিৎসক দম্পতির। এ প্রতিবেশী স্বপন কুমার ঘোষ বলেন, “চন্দননগর হাসপাতাল থেকেই ডেঙ্গি হয়েছিল। হাসপাতালে ভর্তি ছিলেন।” ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ সেন বলেন, “কয়েকদিন ধরে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন।আমরা খুব উদ্বেগে ছিলাম। খুব দুঃখজনক ঘটনা ঘটে গেল। এলাকার মানুষের কাছে আবেদন জানাবো ডেঙ্গি মশা থেকে বাঁচার জন্য সচেতন থাকতে হবে।”