Hooghly: গ্যাসের যন্ত্রণা নিয়ে ভর্তি হওয়া রোগীর মৃত্যু, পরিবার দায় ঠেলল হাসপাতালের দিকে
Hooghly: মৃতার মেয়ে রূপা সাউ বলেন, "পেটে ব্যথা আর গ্যাস। ডাক্তার বলল কিছু হয়নি। সব রিপোর্ট নর্মাল আছে। যদি সব রিপোর্ট ঠিক থাকে তাহলে আমার রোগী কেন মারা গেল? কী করে আইসিউ-তে নিয়ে যাওয়া হল? এখন ডাক্তার চুপ করে আছে। আমাদের তাড়িয়ে দিচ্ছে।"
হুগলি: হাসপাতালের গাফিলতির অভিযোগ। মৃত এক মহিলা। ঘটনাটি ঘটেছে হুগলির মগড়া বরোপাড়া এলাকার ঘটনা। মৃতের নাম কিরন দেবী সাউ(৪৫)। তিনি মগড়া এলাকারই বাসিন্দা। পেশায় দর্জি। পোশাক তৈরির কাজ করতেন।
জানা গিয়েছে, গত ৮ জানুয়ারি পেটে ব্যাথা নিয়ে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে ভর্তি হন ওই মহিলা। এরপর রবিবার ভোরে মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, ওই মহিলার চিকিৎসাই হয়নি। অবস্থা খারাপ হলেও চিকিৎসা করা হয়নি। হাসপাতালের নার্স স্বাস্থ্য কর্মিরা দুর্ব্যবহার করেছেন রোগী ও তাঁর পরিবারের সঙ্গে। এমনকী, অন্য হাসপাতালে রেফার করার কথা বললেও করা হয়নি। এ দিন, মৃতার পরিজন এলাকাবাসী হাসপাতালে জড়ো হতেই পুলিশ হাজির হয়। ব্যান্ডেল ফাঁড়ি থেকে পুলিশ আসে।
মৃতার মেয়ে রূপা সাউ বলেন, “পেটে ব্যথা আর গ্যাস। ডাক্তার বলল কিছু হয়নি। সব রিপোর্ট নর্মাল আছে। যদি সব রিপোর্ট ঠিক থাকে তাহলে আমার রোগী কেন মারা গেল? কী করে আইসিউ-তে নিয়ে যাওয়া হল? এখন ডাক্তার চুপ করে আছে। আমাদের তাড়িয়ে দিচ্ছে।”