Polba: মান্ডিতে বিক্রির আগে বাড়ি থেকে চুরি ৫৫ বস্তা ধান! সর্বস্বান্ত কৃষকের কপালে হাত
Hooghly: সন্দীপ বিশ্বাস জানান, ধান কেটে শুকিয়ে তা বস্তায় ভরে ত্রিপল দিয়ে ঢেকে রেখেছিলেন। তিনি বলেন, "এ বছরের বর্ষার ধান কেটে শুকিয়ে রেখে দিয়েছিলাম। ঠিক করেছিলাম শিবিরে দেব। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা অবধিও দেখেছি ধান ঠিক আছে। সকালে উঠে দেখি সব ফাঁকা। সমস্ত ধান নিয়ে চলে গিয়েছে।"
হুগলি: ৫৫ বস্তা ধান তৈরি করে রেখেছিলেন কৃষি মান্ডিতে বিক্রির জন্য। বাড়ি থেকে এক রাতেই সমস্ত ধান চুরি! কপালে হাত পোলবার কৃষক সন্দীপন বিশ্বাসের। ৫ বিঘা জমিতে আমন ধান চাষ করেন পোলবার পাউনান গ্রামের সন্দীপ বিশ্বাস। এখন জায়গায় জায়গায় সরকারি সহায়ক মূল্যে ধান কেনা চলছে। সেখানেই ধান বিক্রির জন্য ৫৫টি বস্তায় তা ভরে রাখেন। কথা ছিল হারিটের মান্ডিতে ধান নিয়ে যাবেন। এদিকে শুক্রবার সকালে উঠে দেখেন একটা বস্তাও নেই। বাড়ির যে মূল দরজা, তা বাইরে থেকে বন্ধ। এ দৃশ্যে কপালে হাত ওই কৃষকের। বছরভরের সঞ্চয় রাতারাতি শেষ!
সন্দীপ বিশ্বাস জানান, ধান কেটে শুকিয়ে তা বস্তায় ভরে ত্রিপল দিয়ে ঢেকে রেখেছিলেন। তিনি বলেন, “এ বছরের বর্ষার ধান কেটে শুকিয়ে রেখে দিয়েছিলাম। ঠিক করেছিলাম শিবিরে দেব। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা অবধিও দেখেছি ধান ঠিক আছে। সকালে উঠে দেখি সব ফাঁকা। সমস্ত ধান নিয়ে চলে গিয়েছে। এমন ঘুম কাল ঘুমোলাম যে কোনও শব্দ পেলাম না। কী হল জানি না। থানায় সবটা জানিয়েছি।”
পোলবা গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধান পাউনান গ্রামের রমেন হালদারের কথায়, কয়েক সপ্তাহ ধরে গ্রামে চোরের উৎপাত বেড়েছে। বাড়ি, দোকানেও চুরি হচ্ছে। তা বলে ৫৫ বস্তা ধান যে চুরি যাবে, এ তো অভাবনীয়। আরেক প্রতিবেশী দেবপ্রসাদ ভট্টাচার্যের কথায়, “৬৫ বছর বয়স আমার। কোনওদিন এমনটা দেখিনি পাড়ায়। গাড়ি দাঁড় করিয়ে ভোরের দিকে নিশ্চয়ই এটা করেছে। আমরা পাশেই থাকি। কিছু টেরই পেলাম না। ভোরে দেখছি সব আলো বন্ধ। খুব চিন্তার কথা এটা। কম করে ৫-৭ জন তো না এলে এত বস্তা তোলা সম্ভব না। সারা বছরের সঞ্চয় লোকটার এক রাতে সর্বস্বান্ত করে দিল।” পুলিশ ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করেছে।