Tarakeswar Municipal 2022: শুধুই প্রতিশ্রুতি, ভোটের আগেও মিলল না পাকা ছাদ, ক্ষোভে ফুঁসছে তারকেশ্বর

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 16, 2022 | 3:05 PM

Bengal Municipal Election 2022: তারকেশ্বর পুরসভার ১,২,১১,১২ ও ১৩ নং ওয়ার্ডে বসবাস করেন প্রায় তিনশোটি পরিবার। আর নির্বাচন নিয়ে আবারও শুরু প্রতিশ্রুতির বন্যা।

Tarakeswar Municipal 2022: শুধুই প্রতিশ্রুতি, ভোটের আগেও মিলল না পাকা ছাদ, ক্ষোভে ফুঁসছে তারকেশ্বর
পাকা ছাদ না পেয়ে ক্ষোভে ফুঁসছে তারকেশ্বর (নিজস্ব ছবি)

Follow Us

তারকেশ্বর: আর হাতে এক সপ্তাহ। তারপরই তারকেশ্বর পৌরসভার ভোট। জোর কদমে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শাসক থেকে বিরোধী প্রত্যেকেই নেমে পড়েছে প্রচারে। কিন্তু আদৌ কি আশা পূরণ হল সাধারণের? তারকেশ্বর পৌরসভার কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা অন্তত তেমনটাই বলছেন।

তারকেশ্বর পুরসভার ১,২,১১,১২ ও ১৩ নং ওয়ার্ডে বসবাস করেন প্রায় তিনশোটি পরিবার। আর নির্বাচন নিয়ে আবারও শুরু প্রতিশ্রুতির বন্যা। মাথার উপর পাকা ছাদ না পেয়ে ভোটের আগে রীতিমত ক্ষোভে ফুঁসছেন এই সব ওয়ার্ডের বাসিন্দারা। অন্যদিকে, এই ইস্যুকেই হাতিয়ার করে সরব হয়েছে বাম নেতৃত্ব। বামেদের অভিযোগ, তাদের আমলে পৌরসভার সম্পত্তি নিয়ে ছেলে খেলা করেছে তৃণমূল বোর্ড। শুধু জমির দালালি, ফ্ল্যাটের দালালি, প্রমোটারি ব্যবসা করেছে তৃণমূল নেতারা। গরিব মানুষগুলোর দিকে নজর দেওয়ার সময়ই পায়নি তাঁরা।

যদিও বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তারকেশ্বর পৌরসভার দু’বারের পৌর প্রধান এবং বিদায়ী পৌর প্রশাসক তথা ৮ নং ওয়ার্ডের এবারের প্রার্থী স্বপন সামন্ত জানান, ইতি মধ্যেই ৭০ শতাংশ আবাসন তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। যারা গৃহহীন এবং রাস্তার ধারে বসবাস করেন তারা প্রত্যেকেই বাড়ি পাবেন।কাজের গতির ক্ষেত্রে কিছুটা খামতি আছে বলেও স্বীকার করেন তিনি। আবাসন তৈরির কাজ সম্পূর্ণ হলেই যাদের নাম আছে তাদের হাতে চাবি তুলে দেওয়া হবে।

অন্যদিকে, বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতা বলেন, এই ভিত্তিহীন যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের পৌরসভায় মিটিং করে বলে দেওয়া হয় কাউকে টাকা না দেওয়ার জন্য।

আরও পড়ুন: Alipurduar Municipal Election 2022: চাপের কাছে নতিস্বীকার, চোখের জলে নির্দল প্রার্থী জানালেন ‘ভুল হয়ে গিয়েছে’

আরও পড়ুন: Mamata Banerjee in Cooch behar: বীর চিলা রায়ের নামে হবে হল, রাস্তা, বসবে মূর্তি, রাজবংশী আবেগ মাথায় রেখে একগুচ্ছ ঘোষণা মমতার

Next Article