Mamata Banerjee in Cooch behar: বীর চিলা রায়ের নামে হবে হল, রাস্তা, বসবে মূর্তি, রাজবংশী আবেগ মাথায় রেখে একগুচ্ছ ঘোষণা মমতার
Mamata Banerjee in Cooch behar: পুরভোটের আগে কোচবিহারে উন্নয়নের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজবংশী আবেগের কথা মাথায় রেখে করলেন একগুচ্ছ ঘোষণা।
কোচবিহার : কোচ- রাজবংশীদের গর্ব বীর চিলা রায়ের জন্মজয়ন্তীতে কোচবিহারে (Cooch Behar) গিয়ে একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গ সফর সেরে ফেরার আগে বুধবার কোচবিহারে যান তিনি। সেখানে গিয়ে বীর চিলা রায়কে স্মরণ করেন মমতা। চিলা রায়ের ৫১২ তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধাও জানান তিনি। মমতা জানিয়েছেন, কোচবিহারে নতুন কোনও সরকারি প্রকল্প তৈরি হলে, তা বীর চিলা রায়কে উৎসর্গ করা হবে। পাশাপাশি, একটি ১৫ ফুট উচ্চতার বীর চিলা রায়ের মূর্তি তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি। ১৮ লক্ষ টাকা খরচে তৈরি হবে সেই মূর্তি। কোচবিহার বাবুর হাট চেক পোস্ট এলাকায় বসবে ওই মূর্তি। মমতা জানিয়েছেন, কোচবিহারের মানুষ যাতে বীর চিলা রায়ের ইতিহাস সম্পর্কে জানতে পারে, সেই উদ্যোগ নেবেন তিনি।
এ দিন মমতা ঘোষণা করেছেন, ১৫ ফুটের ওই বীর চিলা রায়ের মূর্তি হবে কোচবিহারের অন্যতম ল্যান্ডমার্ক। এ ছাড়া মমতার ঘোষণা অনুযায়ী, চিলা রায়ের নামে তৈরি হবে কমিউনিটি হল। তার জন্য ৭৫ লক্ষ টাকা ব্যয় করবে সরকার। সেখানে হবে এলাকার সব সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পাশাপাশি তিনি আরও জানান, বীর চিলা রায়ের নাম জায়গা পাবে পাঠ্য পুস্তকে। সদ্য রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া রাস্তার নামকরণও এ দিন করেন মমতা। তিনি জানান, নতুন ওই রাস্তার নাম হবে মহাবীর চিলা রায় রোড।
এ দিন ছিল বীর চিলা রায়ের ৫১২ তম জন্মজয়ন্তী। কোচবিহারে গিয়ে প্রথমেই চিলা রায়কে শ্রদ্ধা জানান তিনি। কোচ সাম্রাজ্যের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন চিলা রায়। মমতা উল্লেখ করেন, রাজবংশীরা এখনও চিলা রায়ের জন্য গর্ব বোধ করেন। তাই তাঁর নামে একাধিক প্রকল্প উৎসর্গ করতে চান তিনি। অনুরোধ পেলেই সেই কাজ করবেন বলে জানিয়েছেন মমতা।
মুখ্যমন্ত্রী এ দিন আরও জানান, রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছে সরকার, তৈরি করা হয়েছে রাজবংশী বোর্ডও। ৫ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে রাজবংশী ভাষা অ্যাকাডেমি। আগামিদিনে ২০০ রাজবংশী স্কুল তৈরি করার কথাও ঘোষণা করেছেন মমতা। মমতা বলেছেন, ‘কোচবিহার আগামিদিনে ঐতিহাসিক জায়গা হিসেবে পরিচিতি পাবে। আমরা হেরিটেজ ঘোষণা করেছি কোচবিহারকে।’
আরও পড়ুন : Kolkata Metro: রেক থেকে বের হচ্ছে ধোঁয়া, শোভাবাজারে ফের মেট্রো বিভ্রাট