Narendra Modi on Railway: ১৩০০০ কোটি বরাদ্দ, বাংলায় রেল নিয়ে কী ঘোষণা করলেন মোদী?

সুজয় পাল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 01, 2024 | 7:17 PM

Narendra Modi on Railway: শুক্রবার ৭ হাজার কোটির টাকার বেশি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপরই তিনি জানান, রাজ্যে রেলের আধুনিকীকরণ করতে উদ্য়োগী কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদী জানান, কেন্দ্রীয় সরকার এবার পশ্চিমবঙ্গে রেলের উন্নয়নের জন্য ১৩ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করেছে।

Narendra Modi on Railway: ১৩০০০ কোটি বরাদ্দ, বাংলায় রেল নিয়ে কী ঘোষণা করলেন মোদী?

Follow Us

হুগলি: লোকসভা ভোটের আবহে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার আরামবাগে জনসভায় যোগ দেওয়ার আগে একটি সরকারি অনুষ্ঠানে একাধিক প্রকল্পের সূচনা করেন তিনি। সেখানেই মোদী উল্লেখ করেন, বাংলার রেলের জন্য কত বরাদ্দ করেছে কেন্দ্র, কী কী কাজ হয়েছে। সার্বিকভাবে বাংলার রেলের উন্নয়নের কথা সরকার ভাবছে বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার ৭ হাজার কোটির টাকার বেশি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপরই তিনি জানান, রাজ্যে রেলের আধুনিকীকরণ করতে উদ্য়োগী কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদী জানান, কেন্দ্রীয় সরকার এবার পশ্চিমবঙ্গে রেলের উন্নয়নের জন্য ১৩ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করেছে। ২০১৪ সালের আগে এ ক্ষেত্রে যা বরাদ্দ ছিল, এটা তার তিনগুণ। রেল লাইনের কাজ হচ্ছে, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা ও স্টেশনের আধুনিকীকরণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। অমৃত ভারত প্রকল্পের অধীনে বাংলার ১০০টি স্টেশনের চেহারা বদলে যাবে বলেও জানান তিনি। তারকেশ্বর স্টেশন তার মধ্যে অন্যতম।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত ১০ বছরে ১৫০-টির বেশি নতুন ট্রেনের পরিষেবা শুরু হয়েছে বাংলায়। চালু হয়েছে ৫টি বন্দে ভারত এক্সপ্রেস। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের জন্যও আরও তিনটি প্রকল্পের উদ্বোধন হবে বলে জানান মোদী। আরও একাধিক প্রকল্পে বাংলার বহু মানুষ উপকৃত হবেন বলে উল্লেখ করেন তিনি।

Next Article