আরামবাগ: সম্প্রতি TV9 নেটওয়ার্কের ‘সত্তা সম্মেলনে’ সন্দেশখালি নিয়ে মুখ খুলেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। বলেছিলেন, ‘বাংলায় এমন ঘটনা ঘটেই থাকে।’ শুক্রবার বাংলায় এসে কংগ্রেস সভাপতির সেই মন্তব্যের কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ওই মন্তব্য করে বাংলাকে অপমান করেছেন কংগ্রেস সভাপতি। শুধু তাই নয়, সন্দেশখালির পরিস্থিতি নিয়ে ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের কী প্রতিক্রিয়া, সেই প্রসঙ্গেও এদিন কথা বলেন মোদী।
এদিন আরামবাগে জনসভায় সন্দেশখালি প্রসঙ্গে কথা বলতে গিয়ে মোদী বলেন, “আমার সবথেকে বেশি খারাপ লাগে ইন্ডি-জোটের বাকি নেতাদের দেখে। ওই জোটের বড় বড় নেতারা সন্দেশখালি নিয়ে চোখ-কান-মুখ বন্ধ করে রেখেছেন গান্ধীজির তিন বাঁদরের মতো।”
মোদীর বক্তব্য, তৃণমূলের বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও বাম বা কংগ্রেস মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছেন না। এরপরই কংগ্রেস সভাপতির মন্তব্য উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ‘সত্তা সম্মেলনে’ গিয়ে মল্লিকার্জুন খাড়্গে যা বলেছিলেন, তা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেস সভাপতি কী বলেছে জানেন? বলেছেন, বাংলায় তো এসব হয়েই থাকে। এটা বাংলার অপমান নয়? বাংলার সংস্কৃতির অপমান নয়? এটাই কংগ্রেস আর বিরোধী জোটের সত্যি।”
উল্লেখ্য, কেন্দ্র থেকে মোদী সরকারকে সরানোর লক্ষ্যে জোট তৈরি করেছে বেশ কয়েকটি বিরোধী দল। ইন্ডিয়া নামে সেই জোটের অন্যতম সদস্য তৃণমূল ও কংগ্রেস। তবে এই দুই দলের মধ্যে যে চিড় দেখা দিয়েছে, তা সামনে এসেছে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। বাংলায় যে কংগ্রেসকে কোনও আসন ছাড়া হবে না, সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা। তার মধ্যে বাংলায় এসে প্রধানমন্ত্রী যে বক্তব্য পেশ করলেন, তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।