Hooghly: ভাটা দেখে বাচ্চাগুলো চলে গিয়েছিল মাঝ গঙ্গায়, হঠাৎ বেড়ে গেল জলস্তর, তারপরই….
Hooghly: জানা গেছে, ঘটনাটি ঘটেছে বেলা সাড়ে বারোটা নাগাদ। শ্রীরামপুর থানা এলাকায় ছিন্নমস্তা ঘাটে ১১ ও ১৩ বছর বয়সী দুই নাবালক ঘাটেই খেলা করছিল। সেই সময় গঙ্গায় ভাটা থাকায় তারা কিছুটা সাঁতরে গঙ্গার মাঝে চড়ায় গিয়ে পৌঁছায়।

শ্রীরামপুর: জোয়ারের জলে বিপদ। চড়ায় আটকে পড়া দুই নাবালকে লঞ্চ নিয়ে গিয়ে বাঁচালো পুলিশ। গঙ্গার চড়া থেকে আটকে পড়া দুই নাবালকে উদ্ধার করল শ্রীরামপুর থানার পুলিশ।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে বেলা সাড়ে বারোটা নাগাদ। শ্রীরামপুর থানা এলাকায় ছিন্নমস্তা ঘাটে ১১ ও ১৩ বছর বয়সী দুই নাবালক ঘাটেই খেলা করছিল। সেই সময় গঙ্গায় ভাটা থাকায় তারা কিছুটা সাঁতরে গঙ্গার মাঝে চড়ায় গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে বেশ কিছু সময় ধরে খেলতে থাকে। হঠাৎ গঙ্গায় জোয়ার চলে আসে, আটকে পড়ে দুই নাবালক। সেখানে কান্নাকাটি করতে থাকে তারা। বিষয়টি নজরে আসে স্থানীয়দের। তারা সেই দুই নাবালকে উদ্ধার করার চেষ্টা করলেও কোনও ভাবেই তা সম্ভব হয়নি।
অবশেষে খবর দেওয়া হয় শ্রীরামপুর থানার পুলিশকে। শ্রীরামপুর থানার পুলিশ বিপর্যয় মোকাবিলা দফতরকে জানায়। কিন্তু বিপর্যয় মোকাবিলা দফতর আসতে দেরি হচ্ছে দেখায় বিপদ বাড়তে পারে এই আশঙ্কায় তৎপরতার সঙ্গে লঞ্চ নিয়ে গিয়ে দুই নাবালককে উদ্ধার করে শ্রীরামপুর থানার পুলিশ। তাদের অভিভাবকদের ডেকে সুস্থ অবস্থায় নাবালকদের ফিরিয়ে দেয় পুলিশ।

