হুগলি: ‘সিঙ্গুরের জমি সবুজ, গাছপালায় ভর্তি। সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে গরু আর ভাল দুধ দিচ্ছে। সেই দুধের দইও তাই ভাল।’ তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে অনেকেই ‘গরুর রচনা’ বলে কটাক্ষ করেছিলেন। সোশ্যাল মিডিয়া থেকে বিরোধীদের মুখে মুখে শোনা গিয়েছে সেই মন্তব্যের সমালোচনা। এবার সেই মন্তব্যের ব্যাখ্যা নিজেই দিলেন রচনা। প্রচার এখনও চলছে পুরোদমে। হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার লড়াই রচনার। শুক্রবার সেই প্রচারের মধ্যেই ওই মন্তব্য সম্পর্কে মুখ খুললেন রচনা।
গোটা রাজ্য জুড়েই তাপমাত্রা গত কয়েকদিনে বেড়েছে উল্লেখযোগ্যভাবে। গরমে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। ভোটের প্রার্থীরা সেই গরমকে তোয়াক্কা না করে প্রচার চালিয়ে যাচ্ছেন পথে-ঘাটে। রচনাকে পরিবেশের এই পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আরও বেশি গাছ লাগানো উচিত, আরও বেশি সবুজায়ন দরকার। এই প্রসঙ্গেই তিনি বলেন, “এই কথাটাই সেদিন বলতে চেয়েছিলাম, যেটা নিয়ে সবাই এত মিম করলেন, এত ভাইরাল হল।”
রচনা এদিন বলেন, “আমার বক্তব্য এটাই ছিল। সিঙ্গুরে এত সবুজায়ন। সেই জমিতেই ঘাস খাচ্ছে গরু। আবার এই জমিরই ফসল আমরা খাচ্ছি। এই এলাকায় যাঁরা থাকেন, তাঁরা সবাই সিঙ্গুরের জমির ফসল খান। সেটাই আমার মূল বক্তব্য ছিল। অনেকে অনেক কিছু বলেছেন, তবে আমার মন থেকে যেটা মনে করি সেটাই আমি বলি। ”
উল্লেখ্য, কয়েকদিন আগে প্রচারে গিয়ে দলীয় কর্মীর বাড়িতে একতা ভোজে যোগ দিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেছিলেন, সিঙ্গুরের জমির ফসল খেয়ে ভাল দুধ দেয় গরু আর তা থেকেই ভাল দই তৈরি হয়। তাঁর এই বক্তব্য সামাজ মাধ্যমে ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। মিমও তৈরি অনেক। এদিন রচনা বলেন, “সবুজায়ন দরকার। পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য গাছ দরকার। না হলে মানুষের মৃত্যু অবধারিত। যত গাছপালা হবে, তত গরম কমবে। এটা যত তাড়াতাড়ি মানুষ বুঝবে তত তাড়াতাড়ি সবার ভাল হবে।”