হুগলি: জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। আর চন্দননগর মানেই আলোর খেলা। রাজ্যের গণ্ডী পার করে ফরাসডাঙার আলোর খ্যাতি দেশজুড়ে। এবার সেই চন্দননগরের আলো চলল রামভূমে। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে ২২ জানুয়ারি। সেখানেই চলেছে চন্দননগরের আলোর রোশনাই।
এর আগে দীপাবলিতে চন্দননগরের আলয় সেজেছিল অযোধ্যার পথঘাট। এবার রামমন্দির উদ্বোধনেও চন্দননগরের আলোয় সেজে উঠবে রাম-রাজ্য। প্রায় ২ কোটি টাকার বরাত এসেছে সেখান থেকে। সমস্ত পসরা নিয়ে চন্দননগরের আলোকশিল্পীরা চললেন অযোধ্যায়। ১-২ জন নন, হুগলি থেকে ১৫০ জন আলোকশিল্পী যাচ্ছেন সেখানে।
ফিরোজাদাবাদ থেকে অযোধ্যার রাম মন্দির পর্যন্ত গেট লাগানো হবে। সেখানেই আলোয় আলোয় ফুটিয়ে তোলা হবে রাম-লক্ষ্মণ-সীতা থেকে হনুমান, অশোকবন, বানরসেনার ছবি। সেখানে আলোয় ফুটবে পদ্মফুল। ৩০০টি আলোর গেট থাকবে রামমন্দির যাওয়ার রাস্তায়। এই আলো জ্বলবে এক বছর ধরে। লোহার কাঠামোর উপর নতুন ধরনের LED স্ট্রিপ দিয়ে সাজানো হবে আলো।
এখানকার আলোকশিল্পী মনোজ সাহা এই আলো ও শিল্পীদের নিয়ে শনিবারই রওনা দিয়েছেন অযোধ্যার পথে। কিছু প্রস্তুতি এখান থেকেই সারা হয়েছে। বাকি কাজ সেখানে গিয়ে হবে। ২০ তারিখের মধ্যে সমস্ত কাজ সেরে ফেলবেন শিল্পীরা। দেশ বিদেশের মানুষ দেখবেন চন্দননগরের আলোয় কেমন সেজে উঠেছে রাম জন্মভূমি।