Ratha Yatra: সকাল থেকেই ছিল চরম উন্মাদনা, প্রবল ভিড়ে এড়ানো গেল না বিপদ, শেষ মুহূর্তে রথে রক্তারক্তিকাণ্ড!
Ratha Yatra: ডানকুনি রথতলা থেকে কালীপুর পর্যন্ত রথ যাত্রা হয়। নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গা থেকেই রথ বের হয়। রথ ঘিরে স্থানীয় বাসিন্দাদের উন্মাদনা ছিল তুঙ্গে। রথ দেখার জন্য রাস্তায় দুধারে ছিল প্রচুর সংখ্যক মানুষের ভিড়।

হুগলি: রথে রক্তারক্তিকাণ্ড! চূড়া ভেঙে পড়ল মাথায়। গুরতর আহত তিন। আহতদের উদ্ধার করে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ডানকুনিতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডানকুনি রথতলা থেকে কালীপুর পর্যন্ত রথ যাত্রা হয়। নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গা থেকেই রথ বের হয়। রথ ঘিরে স্থানীয় বাসিন্দাদের উন্মাদনা ছিল তুঙ্গে। রথ দেখার জন্য রাস্তায় দুধারে ছিল প্রচুর সংখ্যক মানুষের ভিড়।
জানা যাচ্ছে, রথ টিএন মুখার্জি রোড ধরে কালীপুরের দিকে যাওয়ার পথে ডানকুনি পুরসভার কাছেই দুর্ঘটনা ঘটে। আচমকাই রথের চূড়া ভেঙে পড়ে। রাস্তার উপরে বিদ্যুতের তারে লেগে ভেঙে পড়ে রথের চূড়া। পিছনে থাকা বেশ কয়েকজন আহত হন। তাঁদের মাথায় গুরুতর চোট লাগে। রক্ত ঝরতে থাকে। দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে মহিলা সমিতা বিসোয়ী, দমেন্তি সিং, কল্পনা ঠাকুরের চোট গুরতর।
এক আহত মহিলা স্বামীর বলেন, “রথ আসছিল। রথের চূড়া কারেন্টের তারে আটকে যায়। তখনই হুড়মুড়িয়ে পড়ে যায় চূড়া। আমার বউয়ের মাথার দু’জায়গায় অনেকটা করে ক্ষত হয়েছে। পাঁচটা করে সেলাই পড়েছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ”

