Suvendu Adhikari: দেখা মাত্রই ‘জয় বাংলা’ স্লোগান, পাল্টা গাড়ি থেকে নেমেই ‘জয় শ্রী রাম’ শুভেন্দুর
Suvendu Adhikari: খানাকুলের রামমোহন ১ পঞ্চায়েতের গৌরাঙ্গপুর থেকে রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগর পর্যন্ত কন্যা সুরক্ষা যাত্রাও করেন শুভেন্দু। রামমোহন স্মৃতি মন্দিরের পাশেই মঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণও শানান।

পরবর্তীতে খানাকুলের রামমোহন ১ পঞ্চায়েতের গৌরাঙ্গপুর থেকে রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগর পর্যন্ত কন্যা সুরক্ষা যাত্রাও করেন শুভেন্দু। রামমোহন স্মৃতি মন্দিরের পাশেই মঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণও শানান। কন্যা সুরক্ষা যাত্রার পর মঞ্চে দাঁড়িয়ে সাংবাদিকদেরও মুখোমুখি হন। বারবার প্রশ্ন তোলের রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “রা আমাদের শত্রু বলে মনে করে। কিন্তু আমি খেটে দল করি। আমি এসব কে পাত্তা দিই না।”
পাল্টা খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। খানাকুলের রামমোহন ২ পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা সুজিত ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যয়াের দয়াতে রাজনীতিতে এসেছিল। আজকে সে বিরোধী দলনেতা। জয় বাংলা, জয় বাংলা স্লোগান শুনে গাড়ি থেকে নেমে তেড়ে যায়। এমন আচরণ মানুষ দেখছে।”
