Hooghly: গন্ধে ঢেকেছে এলাকা, তবুও মায়ের দেহ আগলে হিন্দমোটরের বন্ধ ফ্ল্যাটে বসে ছেলে

Ashique Insan | Edited By: জয়দীপ দাস

Dec 02, 2023 | 6:20 PM

Hooghly: চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে হিন্দমোটের এক নম্বর বি এন দাস রোডে একটি আবাসনে। এখানেই থাকতেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী কল্যাণী হাজরা। তাঁর সঙ্গেই থাকতেন তাঁর ছেলে শুভ্রদীপ হাজরা (৩৫)। তিনি আবার মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানা যাচ্ছে।

Hooghly: গন্ধে ঢেকেছে এলাকা, তবুও মায়ের দেহ আগলে হিন্দমোটরের বন্ধ ফ্ল্যাটে বসে ছেলে
চাপা উত্তেজনা গোটা এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

হিন্দমোটর: কাজে এসে অনেক ডাকাডাকি করছিলেন পরিচারিকা। কিন্তু, কেউ সাড়া না দেওয়াতেই বাড়ছিল চিন্তা। শেষে তাঁর চিৎকার চেঁচামেচিতে বাইরে বেরিয়ে আসেন বাড়ির একমাত্র ছেলে। কিন্তু, পরিচারিকা ঘরে ঢুকতেই চোখ কপালে উঠল তাঁর। দেখেন বিছানার উপর পড়ে আছে গৃহকর্ত্রীর নিথর দেহ। কিছু যে একটা হয়েছে তা বুঝতে বিশেষ অসুবিধা হয় না পরিচারিকার। জিজ্ঞেস করতে গৃহকর্ত্রীর ছেলে বলেন মায়ের শরীর খারাপ। ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। কিন্তু, খানিক পরেই পরিষ্কার হয়ে যায় গোটা ছবিটা। স্থানীয় বাসিন্দা ও পুলিশের প্রাথমিক অনুমান, বছর ৬৫-র ওই প্রৌঢ়ের মৃত্যু হয়েছে তিন দিন আগে। কিন্তু, সে কথা কাউকে জানাননি ছেলে। উল্টো এই তিনদিন ধরে মায়ের দেহ আগলে পড়েছিলেন।

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে হিন্দমোটের এক নম্বর বি এন দাস রোডে একটি আবাসনে। এখানেই থাকতেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী কল্যাণী হাজরা। তাঁর সঙ্গেই থাকতেন তাঁর ছেলে শুভ্রদীপ হাজরা (৩৫)। তিনি আবার মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানা যাচ্ছে। ফ্ল্যাটের পরিচারিকা গীতা দাস জানাচ্ছেন, তিনি গত ২ দিন ধরে কাজে আসেননি। এদিন কাজে এসে দেখেন বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তিনি ভিতরে ঢুকতে চাইলে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। তারপর ভিতরে ঢুকতে দিলেও বেরিয়ে যেতেই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় দরজা।

খবর পেয়ে ওই বাড়িতে আসেন স্থানীয় কাউন্সিলর প্রবীর কংস বণিক। আসে পুলিশ। পুলিশই ওই প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। হাসপাতালে পাঠানো হয়েছে তাঁর ছেলেকে। স্থানীয় সূত্রে খবর, খুব একটা এলাকায় মেলামেশা করতেন না কল্যাণী দেবী ও তাঁর ছেলে। এমনকী আশপাশে আত্মীয়দের সঙ্গেও যোগাযোগ ছিল না বিশেষ। ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Next Article