Hooghly Nursing home Chaos: বেসরকারি হাসপাতালের কঙ্কালসার অবস্থা, ৭টি নার্সিংহোমকে ৩ কোটি জরিমানা স্বাস্থ্য দফতরের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 23, 2022 | 11:54 AM

West Bengal: জানা গিয়েছে, ওই নার্সিংহোমটির নেই উপযুক্ত পরিকাঠামো। নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা। এই সকল অভিযোগ পেয়েই শুক্রবার পরিদর্শনে যান স্বাস্থ্য ভবনের প্রতিনিধিরা।

Hooghly Nursing home Chaos: বেসরকারি হাসপাতালের কঙ্কালসার অবস্থা, ৭টি নার্সিংহোমকে ৩ কোটি জরিমানা স্বাস্থ্য দফতরের
বেসরকারি নার্সিংহোমকে ফাইন (নিজস্ব ছবি)

Follow Us

তারকেশ্বর: উপযুক্ত পরিকাঠামো না থাকার কারণে মোটা অঙ্কের টাকা জরিমানা বেসরকারি নার্সিংহোমকে। হুগলির তারকেশ্বর চাঁপাডাঙা এলাকায় অবস্থিত আরোগ্য নার্সিংহোমকে ৬০ লক্ষ টাকা জরিমানা করল স্বাস্থ্য ভবন।

ঠিক কী কারণে জরিমানা?

জানা গিয়েছে, ওই নার্সিংহোমের নেই উপযুক্ত পরিকাঠামো। নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা। এই সকল অভিযোগ পেয়েই শুক্রবার পরিদর্শনে যান স্বাস্থ্য ভবনের প্রতিনিধিরা। সেই পরিদর্শনের পরই বেরিয়ে আসে বেশ কয়েকটি নার্সিংহোমের কঙ্কালসার চিত্র। সূত্রের খবর, স্বাস্থ্য দফতরে দেওয়া নথির সঙ্গে কিছুই মিল খুঁজে পাননি স্বাস্থ্য দফতরের কর্মীরা। আদতে তাঁদের ভুল তথ্য দিয়ে রমরমিয়ে চলছিল নার্সিংহোমগুলির কারবার।

এই রকমই রাজ্যের সাতটি নার্সিংহোমকে তিন কোটি টাকা জরিমানা করে স্বাস্থ্য দফতর। তার মধ্যে তারকেশ্বরের চাঁপাডাঙায় অবস্থিত আরোগ্য নার্সিংহোমকেও প্রায় ৬০ লক্ষ টাকা জরিমানা করে স্বাস্থ্য দফতর। যদিও, এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানতে গেলে তারা কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি।

এই বিষয়ে এলাকাবাসী বলেন, “যে ভাবে বেসরকারি নার্সিংহোমগুলি চলছে, সেখানে ট্রেনিং প্রাপ্ত ডাক্তার, নার্স নেই। এখানে ট্রেনিং প্রাপ্ত ডাক্তার, নার্স থাকুক। রোগীদের খুবই হয়রানি হতে হচ্ছে। আমাদের উপযুক্ত ডাক্তার চাই।” অন্য আর একজন বলেন, “নার্সিংহোমগুলি গুচ্ছের টাকা নিচ্ছে। অথচ পরিষেবা বেহাল। পাশপাশি নার্সিংহোমগুলি আরএমও দিয়ে চালানো হচ্ছে। নার্স, ডাক্তার সবই আছে। কিন্তু তাঁরা পাকাপোক্ত নয়। সরকারের কাছে দাবি এখানে যেন প্রশিক্ষিত নার্স, ডাক্তার পাঠানো হয়।”

আরও পড়ুন: Nandigram Chaos: লাগাতার টাকা চুরি, বিডিয়োর অভিযোগের ভিত্তিতে জেলে ঢুকল গ্রাম পঞ্চায়েত প্রধান

আরও পড়ুন: Wild Life Hunter: মরশুম আসতেই পরিযায়ী পাখি শিকার চোরা শিকারিদের, ক্যামেরা দেখেই পাইপাই করে ছুট…

Next Article