Hooghly Lawyer: ট্রেনের কম্বল ব্যাগে ঢোকানোর চেষ্টা, জানতে পেরেই আইনজীবীর বাড়ির সামনে গিয়ে তৃণমূল যা করল মাথায় হাত প্রতিবেশীদের
Hooghly: তবে এই ঘটনা ভাইরাল হতেই প্রতিক্রিয়া জানতে TV9 বাংলার প্রতিনিধি ফোন করেছিলেন অভিযুক্ত মৃন্ময়কে। তিনি বলেন, "এরকম অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আইনি পদক্ষেপ করবেন।"

হুগলির চুঁচুড়া ধরমপুর গঙ্গাতলার বিজেপি নেতা ও আইনজীবী মৃন্ময় মজুমদার। তাঁর বাড়িতে গিয়ে কম্বল দিয়ে এলেন হুগলি শ্রীরামপুর যুব তৃণমূল সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী। ট্রেনের ভিডিয়ো ভাইরাল হতেই সকলে নিন্দা করেন এই ঘটনার। এরপর আইনজীবীর বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করেন যুব তৃণমূল সভানেত্রী। কেউ বেরিয়ে না আসায় একটি কম্বলে চিঠি লিখে ও গোলাপ ফুল দিয়ে বাড়ির গেটে ঝুলিয়ে দেন।
চিঠি লিখে দেন, ‘আমরা হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি নেতা, যাঁকে ট্রেনে কম্বল চুরি করতে দেখা গেছে। তাঁর বাড়িতে কম্বল দিয়ে গেলাম। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় শিক্ষা দিয়েছেন দলমত নির্বিশেষে যাঁদের প্রয়োজন তাঁদের পাশে দাঁড়াতে। আমাদের মনে হয়েছে মৃন্ময় মজুমদারের শীত বস্ত্রের প্রয়োজন আছে। তাই আমরা কম্বলটি বিনম্র ভাবে প্রদান করলাম। দাদা চুরি না করে সাহায্য চাইবেন।’
তবে এই ঘটনা ভাইরাল হতেই প্রতিক্রিয়া জানতে TV9 বাংলার প্রতিনিধি ফোন করেছিলেন অভিযুক্ত মৃন্ময়কে। তিনি বলেন, “এরকম অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আইনি পদক্ষেপ করবেন।”
