Uluberia: ফুলঝুড়ির ফুলকি থেকে আগুন, উলুবেড়িয়ায় বাড়ির ভিতরই ঝলসে মৃত্যু তিন শিশুর

Uluberia: কালীপুজো উপলক্ষে শুক্রবার রাতেও বাজি পোড়ানো চলছিল।  সন্ধ্যা ৭ টা নাগাদ বাড়ির ভিতরে ফুলঝুড়ি পোড়াচ্ছিল ওই বাচ্চাগুলো। সে সময়ে ফুলঝুড়ির ফুলকি দিয়ে ঘরের কোনও কিছুতে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে ঘর।

Uluberia: ফুলঝুড়ির ফুলকি থেকে আগুন, উলুবেড়িয়ায় বাড়ির ভিতরই ঝলসে মৃত্যু তিন শিশুর
বাজির আগুনে ঝলসে মৃত্যু হল তিন জনেরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2024 | 11:04 PM

উলুবেড়িয়া: বাজি পোড়াতে গিয়ে ভয়াবহ ঘটনা! বাজির ফুলকি থেকে জ্বলে গেল গোটা বাড়ি। বাড়ির ভিতরেই ঝলসে মৃত্যু হল দুই নাবালক, এক নাবালিকার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বানিতলায়।  ঘটনাস্থলে উলুবেড়িয়া থানার পুলিশ। বাড়ির এক অংশ পুড়ে খাক হয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম তানিয়া মিস্ত্রি (১১), ইশান ধারা (৩) এবং মমতাজ খাতুন (৫)। বছর উনিশের মণীশা খাতুন নামে অগ্নিদগ্ধ একজন আশঙ্কাজনক অবস্থায় একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  কালীপুজো উপলক্ষে শুক্রবার রাতেও বাজি পোড়ানো চলছিল পাড়ায়।  সন্ধ্যা ৭ টা নাগাদ একটি বাড়ির ভিতরে ফুলঝুড়ি পোড়াচ্ছিল ওই বাচ্চাগুলো। সে সময়ে ফুলঝুড়ির ফুলকি গিয়ে ঘরের কোনও কিছুতে পড়ে। নিমেশে আগুন ছড়িয়ে পড়ে জামাকাপড়ে।  দাউ দাউ করে জ্বলতে থাকে ঘর।

ঘর থেকে বেরোতে পারেনি কেউই। প্রতিবেশীরা আগুন জ্বলতে দেখে ঘর থেকে বালতি গামলা করে জল ঢালতে থাকেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। দাহ্য পদার্থ থাকায় ছড়িয়ে পড়তে থাকে আগুন। দমকলে গিয়ে যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে এনে দুই নাবালক ও এক নাবালিকাকে উদ্ধার করে, ততক্ষণে ঝলসে মৃত্যু হয় তিন জনেরই। ঘটনার ভয়াবহতায় স্তব্ধ গোটা এলাকা। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।