Tarakeswar: আর্থিক সঙ্কটে দিতে পারেনি ফি, ক্লাস ফোরের ছাত্রকে ঘাড় ধাক্কা দিয়েছিল স্কুল, পাশে দাঁড়ালেন শুভেন্দু

Sanath Majhi | Edited By: জয়দীপ দাস

Dec 10, 2023 | 8:21 AM

Tarakeswar: তারকেশ্বর পৌরসভার ৯ নং ওয়ার্ডের শরৎ পল্লী এলাকায় বাড়ি ওই ছাত্রের। অভিযোগ, স্কুলের ফি জমা না দেওয়ায় চতুর্থী শ্রেণির ওই পড়ুয়াকে পরীক্ষায় বসতে দিতে চায়নি এলাকার ওই বেসরকারি স্কুল কর্তৃপক্ষের লোকজন।

Tarakeswar: আর্থিক সঙ্কটে দিতে পারেনি ফি, ক্লাস ফোরের ছাত্রকে ঘাড় ধাক্কা দিয়েছিল স্কুল, পাশে দাঁড়ালেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী।
Image Credit source: Facebook

Follow Us

তারকেশ্বর: ফি দিতে না পারায় ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল। বার্ষিক পরীক্ষা দিতেও বাধা দেওয়া হয়েছিল। এবার সেই অসহায় ছাত্রের পাশে দাঁড়াতে দেখা গেল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তারকেশ্বরের স্কুল ছাত্রের বাড়িতে পৌঁছে দিলেন এক বছরের ফি। শুভেন্দুর এই উদ্যোগে খুশি ছাত্রের পরিবারের সদস্যরা। 

তারকেশ্বর পৌরসভার ৯ নং ওয়ার্ডের শরৎ পল্লী এলাকায় বাড়ি ওই ছাত্রের। অভিযোগ, স্কুলের ফি জমা না দেওয়ায় চতুর্থী শ্রেণির ওই পড়ুয়াকে পরীক্ষায় বসতে দিতে চায়নি এলাকার ওই বেসরকারি স্কুল কর্তৃপক্ষের লোকজন। তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বেরও করে দেওয়া হয়। যদিও শেষে তারকেশ্বর পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডুর হস্তক্ষেপে পরীক্ষা দিতে পেরেছিল রণবীর সাউ। এই খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। 

খবর পাওয়া মাত্রই ওই ছাত্রের বাড়িতে প্রতিনিধি দল পাঠান শুভেন্দু। শনিবারই তাঁরা ওই ছাত্রের বাড়িতে যান। পরিবারের হাতে এক বছরের স্কুলের ফি তুলে দেন। বিরোধী দলনেতার এই উদ্যোগে খুশি ছাত্রের মা। তিনি বলছেন, “খুবই ভাল লাগছে। ওনাকে ধন্যবাদ জানাই। মিডিয়াকে ধন্যবাদ জানাই। আমাদের আর্থিক অবস্থা খারাপ। ওনার এই উদ্যোগে আমরা উপকৃত হয়েছি। আগামীতে ছেলেকে কেন্দ্রীয় স্কুলে পড়াতে চাই।”

Next Article