Independent Candidate: মমতার নামে স্লোগান, হাতে কন্যাশ্রী-রূপশ্রীর প্ল্যাকার্ড নিয়েই প্রচার নির্দলের

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Feb 17, 2022 | 7:25 PM

Municipal Elections 2022: লুৎফা বেগমের দাবি, জনগণ তৃণমূল প্রার্থীকে মেনে নিতে পারেনি। সে কারণেই মানুষের আবদারে তিনি নির্দল প্রার্থী হয়েছেন।

Independent Candidate: মমতার নামে স্লোগান, হাতে কন্যাশ্রী-রূপশ্রীর প্ল্যাকার্ড নিয়েই প্রচার নির্দলের
প্রার্থী লুৎফা বেগম ও মোশারফ হোসেন। নিজস্ব চিত্র।

Follow Us

হুগলি: দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে একজন নির্দলকেও মান্যতা দেবে না তৃণমূল। ৪৮ ঘণ্টা সময় দিয়ে প্রার্থী পদ প্রত্যাহার করতে বলা হয়েছে। তা না হলে দল থেকে বহিষ্কার করা হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এরইমধ্যে আরামবাগে নির্দল প্রার্থীর নজিরবিহীন প্রচার দেখা গেল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান দিয়েই প্রচার শুরু করলেন আরামবাগের ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী। প্রার্থীর প্রচারে দেখা গেল লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর মতো সরকারি প্রকল্পের জয়জয়কারও। লুৎফা বেগমের এমন আজব প্রচারে তৃণমূলের লোকজন কার্যত তাজ্জব হয়ে গিয়েছেন। লুৎফা বেগমের কথায়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবাসেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালবাসেন। লুৎফার দাবি, তাঁর ওয়ার্ডে তৃণমূল যাকে প্রার্থী করেছে, তাঁকে এলাকার লোকজনি মেনে নেয়নি। তাই তিনি নির্দলের প্রতীকে লড়তে নেমেছেন। তবে প্রতীক যাই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তাঁর প্রচার এগোবে বলে জানান লুৎফা বেগম।

লুৎফা বেগম বলেন, “১২ নম্বর ওয়ার্ডে বড়লোক একজনকে প্রার্থী করা হয়েছে। আমি গরীব মানুষের প্রতিনিধি। এবার তৃণমূলের টিকিটটা ভুল জায়গায় চলে গিয়েছে। আমার স্বামী ১৯৯৮ সাল থেকে দল করে। ২০০০ সালে প্রার্থী হয়েছিল, ২০১০ সালে প্রার্থী হয়েছিল। সিপিএমের যিনি চেয়ারম্যান ছিলেন, তার বিরুদ্ধেও ভোটে লড়াই করেছে ১২ নম্বর ওয়ার্ডে। আমরা তৃণমূলকে ভালবাসি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালবাসি। এখানে তৃণমূল যাকে প্রার্থী করেছে তাকে লোকজন মেনে নেয়নি। আমি তাই নির্দলে দাঁড়িয়েছি। আমি নির্দলে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব।”

লুৎফা বেগমের দাবি, জনগণ তৃণমূল প্রার্থীকে মেনে নিতে পারেনি। সে কারণেই মানুষের আবদারে তিনি নির্দল প্রার্থী হয়েছেন। আরামবাগের কালিপুরে ১২ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে তৃণমূলের প্রতীক পেয়েছেন শিক্ষিকা তৃপ্তি কুণ্ডু। এর আগে এলাকায় পরিচিত তৃণমূল নেতা মোশারফ হোসেনই প্রার্থী হতেন। ওয়ার্ডে সংগঠনও তিনিই দেখতেন। এবার আর তাঁকে প্রার্থী করেনি দল। তাতেই ব্যাপক ক্ষোভ বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধও করেছিলেন তিনি। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এরপরই মোশারফের স্ত্রী লুৎফা নির্দলের হয়ে ভোটে দাঁড়ান।

আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার বলেন, “তৃণমূল কংগ্রেসের ১৯ জন প্রার্থী, ১৯ জনই জিতবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া কারও কোনও দাম নেই। যাঁরা নির্দলে দাঁড়িয়ে এ ধরনের প্রচার করছেন ঠিক তাঁদের ব্যবস্থা নেবে। দলীয় প্রার্থীর জন্যই আমরা ভোট চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে মানুষ তৃণমূল প্রার্থীকেই ভোট দেবে।”

আরও পড়ুন: Trinamool Congress: তৃণমূলের মিডিয়া প্যানেলে এবার কি সেলেব মুখ? শোনা যাচ্ছে সায়নী, জুন, সায়ন্তিকার নাম

আরও পড়ুন: TMC Candidate List: তৃণমূলের প্রার্থী তালিকা বিভ্রাটের জের! ভাঙছে ঘর, ডিভোর্সের পথে স্বামী-স্ত্রী

Next Article