WB Panchayat Elections: নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল তৃণমূল বিধায়কের, বাইক মিছিলের অভিযোগ কমিশনে

Ashique Insan | Edited By: সায়নী জোয়ারদার

Jun 29, 2023 | 8:27 PM

Bengal Panchayat Election: এরপরই বিজেপির তরফে রাজ্য নির্বাচন কমিশনকে ইমেল মারফত অভিযোগ জানানো হয়। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, তৃণমূল এভাবে বাইক মিছিল করে নির্বাচনী আচরণবিধি ভেঙেছে।

WB Panchayat Elections: নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল তৃণমূল বিধায়কের, বাইক মিছিলের অভিযোগ কমিশনে
প্রচারে বিধায়ক।
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে বাইক মিছিলের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে কমিশনে দায়ের হল অভিযোগ। বৃহস্পতিবার বিকালে চুঁচুড়ার দেবানন্দপুর ব্যান্ডেল কোদালিয়া পঞ্চায়েত এলাকায় তৃণমূলের প্রার্থীদের নিয়ে প্রচার ছিল। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার প্রার্থীদের নিয়ে খোলা অটোয় প্রচার করেন। অটোর পিছন দিকের অংশ ছিল খোলা। তাতে ছিলেন বিধায়ক এবং প্রার্থীরা। অভিযোগ, ঠিক তার পিছনেই ছিলেন দলের কর্মী সমর্থকরা। তাঁরা কেউ বাইকে, কেউ বা ছিলেন স্কুটিতে। অথচ রাজ্য নির্বাচন কমিশন যে প্রচার সংক্রান্ত যে নিষেধাজ্ঞা জারি করেছে, সেখানেই বাইক মিছিলকে নিষিদ্ধ করা হয়েছে।

এরপরই বিজেপির তরফে রাজ্য নির্বাচন কমিশনকে ইমেল মারফত অভিযোগ জানানো হয়। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, তৃণমূল এভাবে বাইক মিছিল করে নির্বাচনী আচরণবিধি ভেঙেছে। এভাবে ভোটের আগে এলাকায় বাইক মিছিল করে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলেও বিজেপির অভিযোগ।

যদিও এসব কথায় বিশেষ আমল দিতে নারাজ বিধায়ক অসিত মজুমদার। পাল্টা তিনি দাবি করেছেন, তিনি প্রার্থীদের নিয়ে এলাকায় ঘুরে মানুষের সমর্থন পাচ্ছেন। সেই ভয়ই গ্রাস করছে বিজেপিকে। তাই কমিশনের কাছে ছুটছে। অসিত মজুমদারের কথায়, “তাও ভাল আমি ওদের মারধর করেছি বলে যে অভিযোগ করেনি।”

হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় অবশ্য এই ঘটনায় কমিশনের সঙ্গে রাজ্যের সম্পর্ককে কাঠগড়ায় তুলে বলেন, “ওরা রাজ্য নির্বাচন কমিশনকে মামার বাড়ি মনে করে। তাই এই ব্যাপারে সব বিরোধী দলকে অভিযোগ জানাতে বলব। আর ভবিষ্যতে আমরাও যদি বাইক মিছিল করি, কিছু বলতে পারবে না।”

Next Article