প্রীতম দে: অতিমারি পরিস্থিতিতে জনসমাগম এড়াতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্ধ ছিল রাজ্যের সমস্ত মন্দির। পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে খুলেছে দক্ষিণেশ্বর, তারকেশ্বর, কালীঘাট, এমনকি বেলুড় মঠও। কিন্তু আশঙ্কার কথা মাথায় রেখে ফের বন্ধ করে দেওয়া হয় বেলুড় মঠ (Belur Math)। বাকি মন্দির খোলা থাকলেও কবে খুলবে বেলুড় মঠ? এবার TV9 বাংলাকে সেই প্রশ্নেরই উত্তর দিলেন বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ।
তিনি জানিয়েছেন, এবছর কোনওভাবেই বেলুড় মঠ (Belur Math) খোলার সম্ভাবনা নেই। ২৭ জানুয়ারি পর্যন্ত কার্যত বন্ধ থাকবে মঠ। তারপরে মঠ খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। করোনার জেরে উদ্ভূত পরিস্থিত, তা মোকাবিলায় লকডাউনে প্রায় চার মাস বন্ধ বেলুড় মঠ। শেষ মঠ খোলা হয়েছিল পয়লা অগাস্ট। স্বাস্থ্যবিধি মেনে নতুন নিয়মে মাঝে বেলুড় মঠ খোলা হয়েছিল বটে তবে করোনার উর্ধ্বমুখী গ্রাফচিত্র দেখে ২ অগাস্ট থেকে ফের তা বন্ধ করে দেওয়া হয় অনির্দিষ্টকালের জন্য। মূলত দর্শনার্থী এবং প্রবীণ সন্ন্যাসীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছিল মঠ-কর্তৃপক্ষের তরফে। সাধারণ মানুষের প্রবেশ ছাড়াই দুর্গাপূজা, কালীপূজা সম্পন্ন হয়েছে বেলুড় মঠে।
ইতিমধ্যে খুলে গিয়েছে কালীঘাট, দক্ষিণেশ্বর। তবে অনেকেই জানেন না বেলুড় মঠ আদৌ বন্ধ কি না! মঠ সূত্রেই জানা গিয়েছে, প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন এবং ফিরেও যাচ্ছেন।
আরও পড়ুন: বৈশাখীর জায়গা শূন্য, অনলাইনে পরীক্ষা-পঠনপাঠনের দাবিতে মিল্লি আল আমিন কলেজে বিক্ষোভ
এবার তারই উত্তর মিলল। বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ বলেন, “পরিস্থিতির কথা মাথায় রেখেই মঠ এবছর খোলা হবে না। ২৭ জানুয়ারি পর্যন্ত মঠ বন্ধ থাকবে।” প্রতিবারই বছরশেষে আর নতুন বছরের আগমনের জোয়ারে গা ভাসান বঙ্গবাসী। অনেকেই ঘুরতে যান বেলুড় মঠে। এবার সেসবের ভিড় এড়াতেই মঠ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।