Howrah Municipality: পুরসভার ভিতরেই এত বড় কারবার! তাজ্জব পুলিশও, উদ্ধার এত্ত-এত্ত টাকা

Howrah Municipality: জানা যাচ্ছে, হাওড়া পুরসভার পিছনের দিকে রয়েছে সাফাই কর্মীদের কোয়ার্টার। অভিযোগ, সেখানেই দীর্ঘদিন ধরে চলছিল জুয়া খেলার আসর। গোপনসূত্রে সেই খবর পেতেই হাওড়া থানার পুলিশ অভিযান চালায়। হাতেনাতে গ্রেফতার হয় তেরো জন।

Howrah Municipality: পুরসভার ভিতরেই এত বড় কারবার! তাজ্জব পুলিশও, উদ্ধার এত্ত-এত্ত টাকা
হাওড়া পুরসভায় এ কী কাণ্ডImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2024 | 5:08 PM

হাওড়া: পুরসভা বন্ধ হলেই ভিতরে ঢুকে পড়ত ওরা। দীর্ঘদিন ধরেই চলছিল পুরসভার অন্দরে রমরমিয়ে চলছিল সেই খেলা। তবে তক্কে-তক্কে ছিল পুলিশও। অবশেষে হাতেনাতে গ্রেফতার তেরো জন। উদ্ধার হল টাকাও। ঘটনাটি হাওড়া পুরসভার। সেইখানেই চলছিল জুয়ার আসর।

জানা যাচ্ছে, হাওড়া পুরসভার পিছনের দিকে রয়েছে সাফাই কর্মীদের কোয়ার্টার। অভিযোগ, সেখানেই দীর্ঘদিন ধরে চলছিল জুয়া খেলার আসর। গোপনসূত্রে সেই খবর পেতেই হাওড়া থানার পুলিশ অভিযান চালায়। হাতেনাতে গ্রেফতার হয় তেরো জন। তবে পুরসভার কর্মীদের নজর এড়িয়ে কীভাবে চলছিল এই জুয়ার আসর তা নিয়ে উঠছে প্রশ্ন।

হাওড়া পুলিশ সূত্রে খবর, তেরোজন গ্রেফতারের পাশাপাশি উদ্ধার হয়েছে ছত্রিশ হাজার টাকা। পৌরসভার এক কর্মী জানিয়েছেন, রাত্রিবেলা গেট খোলা রেখেই নিরাপত্তাকর্মীরা ঘুমিয়ে পড়েন। বড় কোনও ঘটনা ঘটলে দায় নেবে সেই প্রশ্ন উঠছে। পুর প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, পুরসভা বন্ধ হবার পর কীভাবে বহিরাগতরা প্রবেশ করছে তা খতিয়ে দেখা হচ্ছে। কর্তব্যে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “পুরসভা বন্ধ হয়ে যাওয়ার পর ওইখানে বেআইনি কাজ চলছিল। তারপর পুলিশ গিয়ে সেটা থামায়। তেরোজন করে গ্রেফতার করে। রাতে যাঁরা দায়িত্বে ছিলেন পুরসভার পক্ষ থেকে শোকজ লেটার পাঠানো হবে। ভিতরে কীভাবে এতজন ঢুকল সেটা দেখতে। আর এই কাজের সঙ্গে পুরকর্মী কেউ যুক্ত থাকলে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ করব।”