Anis Khan Death: জোরাল হচ্ছে সন্দেহ, আজ ফের ভবানীভবনে জেরার মুখোমুখি আমতা থানার ওসি-সেকেন্ড অফিসার

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 28, 2022 | 10:57 AM

Anis Khan Death: ওসির নির্দেশে কারা কারা ওই রাতে বেরিয়েছিলেন রেড করতে, সেটা জানা তদন্তকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Anis Khan Death: জোরাল হচ্ছে সন্দেহ, আজ ফের ভবানীভবনে জেরার মুখোমুখি আমতা থানার ওসি-সেকেন্ড অফিসার
আনিস খানের বাড়িতে তদন্তকারীরা( ফাইল চিত্র)

Follow Us

হাওড়া: আনিস মৃত্য়ু রহস্যে সোমবার ফের ভবানীভবনে তলব করা হয়েছে আমতা থানার ওসি, সেকেন্ড অফিসার ও একজন পিএসআই-কে। এই নিয়ে পঞ্চমবার তলব করা হল তাঁদের। ওই রাতে আমতা থানায় নাইট ডিউটিতে থাকা সব পুলিশ কর্মীদের তলব করা হয়েছে। ওসি-সহ সব পুলিশ কর্মীদের ভবানী ভবনে তলব করা হয়েছে। ধৃত ২ জনকে জেরা করতে চান তদন্তকারীরা। গ্রেফতারের পর তাঁদের জেরা করাই সম্ভব হয়নি। টিআই প্যারেড অত্যন্ত দ্রুত করতে চেয়েছিলেন তদন্তকারীরা। এই ঘটনায় আর কে কে জড়িত থাকতে পারেন, অভিযুক্তদের কাছ থেকে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারেন বলে মনে করছেন তদন্তকারীরা। গ্রেফতারের পর ধৃতরা সাংবাদিকদের সামনে দাবি করেছিলেন, তাঁরা ওসির নির্দেশেই আনিসের বাড়িতে গিয়েছিলেন। ওসি আদৌ কী বলেছিলেন, সেটা জানতে চাইছেন তদন্তকারীরা। ওসির বয়ানও মিলিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। ওসির নির্দেশে কারা কারা ওই রাতে বেরিয়েছিলেন রেড করতে, সেটা জানা তদন্তকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাশাপাশি আনিসের দাদা সাবির খানের কাছে আসা হুমকি ফোনের ঘটনায় এবার লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সেটিরও তদন্ত শুরু করেছেন আধিকারিকরা। সেই কলটিকে ট্রেস করার চেষ্টা চলছে।আনিসের পরিবারের কাছে বলা হয়েছিল, ফোনটি নাকি বাংলাদেশ থেকে এসেছে। আদৌ সেটা সত্যি কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, সোমবার কবর থেকে তোলা হবে আনিস খানের দেহ। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য তাঁর দেহ কবর থেকে তোলা হবে। প্রথম ঠিক ছিল সকাল ১০টায় আনিস খানের দেহ তোলা হবে। পরে সিটের আর্জি মেনে সকালেই দেহ তোলাতে সায় দেয় আনিসের পরিবার। তবে রাজ্যের তদন্তে এখনও অনাস্থা রয়েছে পরিবারের। তাঁরা বরাবরই সিবিআই তদন্তের ওপর ভরসা রেখেছেন। দ্বিতীয়বার ময়নাতদন্ত করার ক্ষেত্রে প্রথমে আনিসের পরিবার রাজি ছিল না। গোড়ায় তাঁদের বক্তব্য ছিল, সিবিআই তদন্ত হলেই, তাঁরা দ্বিতীয়বার ময়নাতদন্তে রাজি হবেন। আনিস মামলা বর্তমানে কলকাতা হাইকোর্টে বিচারাধীন। আর বিচার বিভাগীয় তদন্ত কমিটির নজরে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশ মান্য করে পরিবার।

একজন ইমাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের অনান্য আধিকারিকদের উপস্থিতিতে কবর থেকে দেহ তোলা হবে। সকালে কবর তোলার আগে প্রার্থনা করেন পরিবারের সদস্যরা। কবরে নজরদারির জন্য কিছুদিন আগেই সেখানে একটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। কবরস্থানে যাওয়ার রাস্তাতেও পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

দু জন চিকিৎসক, একজন ম্যাজিস্ট্রেট ও পুলিশের উচ্চ পদস্থ কর্তারা থাকবেন। প্রথমবার ময়নাতদন্তের সময়ে এই পদ্ধতি মানা হয়নি। সেই ভুল শুধরে নিয়েই দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হবে। গোটা প্রক্রিয়ায় আইনজীবীকে সঙ্গে রাখছেন পরিবারের সদস্যরা। আইনি পরামর্শ মেনেই তাঁরা কাজ করছেন। সিনিয়র আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। তবে এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড় পরিবার।

আরও পড়ুন: BJP Bangla Bandh: বিধায়ককেই চ্যাঙদোলা করে নিয়ে গেল পুলিশ! বাংলা বনধেও অশান্তি তপনে

Next Article