Howrah: রহস্যজনকভাবে নিখোঁজ ডোমজুড়ের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

Howrah: দীপায়নের বাবা এবং মা জানিয়েছেন তাদের বড় ছেলে কর্মসূত্রে আমেরিকায় থাকেন। নাতির জন্মদিন উপলক্ষে তাঁরা দুজনে আমেরিকায় গিয়েছিলেন। সেখানেই তাঁরা খবর পান, ছোট ছেলে দীপায়ন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন।

Howrah:  রহস্যজনকভাবে নিখোঁজ ডোমজুড়ের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
নিখোঁজ ব্যাঙ্কের ম্যানেজারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2024 | 2:32 PM

হাওড়া:  গত এক মাস ধরে নিখোঁজ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।ডোমজুড়ের শলপ পূর্ব পাড়ার বাসিন্দা দীপায়ন পাল কর্মসূত্রে থাকতেন পূর্ব মেদিনীপুরের তমলুকে। তিনি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের তমলুক স্টেশন বাজার শাখায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তমলুকে তিনি ঘর ভাড়া করে থাকতেন। গত ২০ সেপ্টেম্বর তিনি বাইকে চেপে অফিসে বেরিয়েছিলেন। শেষবার তাঁকে বাইক নিয়ে দেখা যায়  ওই ব্যাঙ্কেরই নিমতৌরা শাখায় যেতে। তারপর তাঁর, এমনকি তাঁর বাইকটিরও কোনও খোঁজ পাওয়া যায়নি বলে পরিবারের দাবি।

পরিবারের দাবি, ফোনে  তাঁর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে।  মোবাইল সুইচ অফ। পরে তাঁর স্ত্রী মৌমিতা ঘোষ পাল খবর পেয়ে তমলুকে যান এবং তমলুক থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কোনও কিনারা হয়নি।

দীপায়নের বাবা এবং মা জানিয়েছেন তাদের বড় ছেলে কর্মসূত্রে আমেরিকায় থাকেন। নাতির জন্মদিন উপলক্ষে তাঁরা দুজনে আমেরিকায় গিয়েছিলেন। সেখানেই তাঁরা খবর পান, ছোট ছেলে দীপায়ন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন। কী কারণে তিনি নিখোঁজ হয়ে গেলেন, সে সম্পর্কে তাঁরা কার্যত অন্ধকারে।

আট মাস আগে দীপায়নের বিয়ে হয়েছিল। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, স্ত্রীর সঙ্গে দীপায়নের মাঝে মধ্যে অশান্তি হত। অশান্তি হলে, দীপায়ন অবসাদে ভুগতেন। বাবা-মাকে সে কথা দীপায়ন মাঝেমধ্যে বলতেন বলেও জানিয়েছেন পরিবারের সদস্যরা। তার মা তাঁকে এ ব্যাপারে কাউন্সিলিংয়েরও পরামর্শ দেন।

তবে ঘটনার দিন ঠিক কী হয়েছিল, সে সম্পর্কে তাঁদের কিছু জানা নেই বলে দীপায়নের বাবা-মা জানান। বিদেশে থাকাকালীন খবর পেয়ে বাড়ি ফেরেন দীপায়নের বাবা-মা। দীপায়নের বাবা রঞ্জন পাল জানান, এখনও পর্যন্ত মুক্তিপণ চেয়ে কোনও ফোন আসেনি। পুলিশ ব্যাঙ্কের শাখার বাকি কর্মীদের সঙ্গেও কথা বলেছে। তদন্ত চলছে।