Howrah: হাওড়া জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ
Howrah: এরপর থেকেই সে মানসিক অবসাদে ভুগতে থাকেন। বাবার ঠিক মতো পরিচর্যা করতে পারবে না জেনে সে বাবাকে খুন করেন বলে অভিযোগ ওঠে। এরপর বাপি লিলুয়া স্টেশনে রেল লাইনে ঝাঁপ মেরে আত্মহত্যাও চেষ্টা করেন।
হাওড়া: হাওড়া জেলা সংশোধনাগারে এক বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম বাপি রীত (৩৮)। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
বেলুড়ের রাজেন শেঠ লেনের বাসিন্দা বাপি রীত এই বছরের এপ্রিল মাসে বাবা হারাধন রীতকে মুখে বালিশ চাপা দিয়ে খুন করে বলে অভিযোগ। জানা গেছে বাপি একটি জুট মিলের কর্মী ছিলেন। বছর ছয়েক আগে তাঁর প্রথম স্ত্রী বাচ্চাকে নিয়ে তাঁকে ছেড়ে চলে যান। এরপর গত বছরের ডিসেম্বরে দক্ষিণ ২৪ পরগনার এক মহিলাকে বিয়ে করেন। কিন্তু সেই মহিলার সঙ্গেও তাঁর বনিবনা হয় না। গত ফেব্রুয়ারি মাসেই তিনিও তাঁকে ছেড়ে চলে যান।
জানা যাচ্ছে, এরপর থেকেই সে মানসিক অবসাদে ভুগতে থাকেন। বাবার ঠিক মতো পরিচর্যা করতে পারবে না জেনে সে বাবাকে খুন করেন বলে অভিযোগ ওঠে। এরপর বাপি লিলুয়া স্টেশনে রেল লাইনে ঝাঁপ মেরে আত্মহত্যাও চেষ্টা করেন। সে সময়ে আরপিএফ তাঁকে ধরে ফেলে। পরে বেলুড় থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। গত মে মাস থেকে তিনি হাওড়া জেলেই রয়েছে।
মঙ্গলবার সকালে জেলের বন্দিরা তাঁকে বাথরুমে ঝুলন্ত অবস্থায় দেখে খবর দেন জেল কর্মীদের। তাঁরা গিয়ে দেহ উদ্ধার করে। পরে পরিবারের লোকজনদের খবর দেয় বেলুড় থানা। বাড়ির লোক হাওড়া জেলা সংশোধনাগারে গিয়ে জানতে পারে আত্মঘাতী হয়েছেন বাপি। এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। পুলিশও একটি অস্বাভাবিক মৃত্যু মামলার রুজু করে তদন্ত শুরু করেছে।