Dinhata: ‘দায়’ নিয়ে পদত্যাগ দিনহাটা পৌরসভার চেয়ারম্যানের, দুর্নীতি বিতর্কে উদয়ন বলছেন ‘নজিরবিহীন’ সিদ্ধান্ত
Dinhata: উদয়ন বলেন, চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নজির সৃষ্টি করার মত বলে জানান উদয়নবাবু। তবে এদিন চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে দ্বিধা বিভক্ত কাউন্সিলররাই। উঠে আসছে ভিন্ন ভিন্ন মত। তা নিয়ে চর্চা চলছে দলের অন্দরেই।
দিনহাটা: পদত্যাগ করলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী। দিনহাটা শহরে জাল বাড়ির প্ল্যান নিয়ে বিতর্ক চলছে, চাপানউতোর রাজনৈতিক মহলে। এরইমধ্যে চেয়ারম্যানের পদত্যাগে নতুন করে চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। এদিন দিনহাটা পৌরসভার বোর্ড মিটিং শেষে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান জানান, “যেহেতু তাঁর সময়েই জাল বাড়ি তৈরির প্ল্যান পাস হয়েছিল তাই তদন্তে সহযোগিতা করার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।” ঘটনায় প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকেও।
উদয়ন বলেন, চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নজির সৃষ্টি করার মত বলে জানান উদয়নবাবু। তবে এদিন চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে দ্বিধা বিভক্ত কাউন্সিলররাই। উঠে আসছে ভিন্ন ভিন্ন মত। তা নিয়ে চর্চা চলছে দলের অন্দরেই।
এই খবরটিও পড়ুন
প্রসঙ্গত, জাল বাড়ি তৈরির প্লান পাস নিয়ে বেশ কয়েকদিন ধরেই রীতিমতো উত্তাল দিনহাটা পৌরসভা। অভিযোগ, উত্তম চক্রবর্তী নামে পৌরসভার পূর্ত দফতরের পিয়ন পদের এক কর্মী অনেকদিন ধরে নাগরিকদের বাড়ি তৈরির জাল প্ল্যান দিয়ে আসছিল। আর সেটা নজরে আসতেই নড়েচড়ে বসে দিনহাটা পৌরসভা। ইতিমধ্যেই পৌরসভার তরফ থেকে পাঁচজন সাধারণ নাগরিকের অভিযোগপত্র-সহ দিনহাটা থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করছে। তার মাঝেই এদিন বোর্ড মিটিং করে নিজের পদত্যাগ পত্র জমা দিলেন চেয়ারম্যান।