হাওড়া: এবার অ্যাপস ঋণের প্রতারণা। যার ফাঁদে পড়তে হল এক যুবককে। টাকা পরিশোধ না করতে পারলে অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে (সোশ্যাল মিডিয়ায়) ভাইরাল করে দেওয়ারও হুমকি দেওয়া হল তাকে। এখানেই শেষ নয়, মিলেছে খুনের হুমকিও।
হাওড়ার বিগার্ডেনের বাসিন্দা প্রতারিত যুবক জয় চক্রবর্তী। তাঁর অভিযোগ, অ্যাপস ঋণের ফাঁদে পড়ে তাঁর ৭০ হাজার টাকা ঋণ তিন মাসে সুদে আসলে ২ লক্ষ ৬৩ হাজার টাকা হয়েছে। সেই টাকা শোধ দেওয়ার জন্য অ্যাপসের বিভিন্ন সংস্থা থেকে চাপ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ঋণের টাকা পরিশোধ করার জন্য তাঁকে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি অশ্লীল ভাষায় ম্যাসেজ করা হচ্ছে।
অভিযোগ, মহিলাদের আপত্তিকর ছবি ওই যুবকের চেহারার সঙ্গে বসিয়ে সুপার ইম্পোজ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে পরিচিতদের কাছে। শেষমেশ ওই যুবক আর কোনও উপায় না দেখে মানসিক বিপর্যস্ত অবস্থায় বিগার্ডেন থানা ও হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইমের দ্বারস্থ হন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রতারিত যুবক জানান, ব্যক্তিগত প্রয়োজনে তিনি গত র্মাচ মাসে একটি অ্যাপসে আসা লোনের অফার দেখে প্রথমে দশ হাজার টাকা ঋণ নেন। কিন্তু সময়মতো ওই টাকা পরিশোধ করতে না পারায় ফের অন্য অ্যাপস থেকে তাঁকে ঋণ নিয়ে আগের টাকা পরিশোধ করতে বলা হয়। ঋণের ফাঁদের ঢুকে এই ভাবে একটার পর একটা অ্যাপ থেকে ঋণ নিয়ে ফের তা অন্য অ্যাপ থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে গিয়েই বিপদে পড়েন তিনি। রুপিস প্রি, ক্যাশ এয়ার, স্মল ক্রেডিট, পাপা মানি ইত্যাদি অ্যাপস থেকে ঋণ নেন ওই যুবক। ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘এই প্রলোভনের ফাঁদে পড়ে মার্চ মাসের মধ্যেই ঋণের পরিমাণ ৭০ হাজার টাকা হয়ে যায়। এরপরেই ওই অ্যাপের পক্ষ থেকে চলতি মাসে জানানো হয় গত তিন মসে সুদে আসলে আমার ঋণ হয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৬৩ হাজার টাকা। অবিলম্বে ওই টাকা জমা দিতে না পারলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।’
এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা বলেন, ‘ওই যুবকের অভিযোগ সাইবার দফতর খতিয়ে দেখছে। কারা এই প্রতারণা চক্র চালাচ্ছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ওই যুবকের পরিবারের সমস্ত ফোন সার্ভিল্যান্সে রাখা হয়েছে।’
সম্প্রতি কলকাতা পুলিশের তরফে অ্যাপ ঋণ নিয়ে প্রতারিত হওয়ার ব্যাপারে নগরবাসীকে সর্তক থাকার বার্তা দেওয়া হলেও হাওড়া সিটি পুলিশের থেকে তেমন কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এরই মধ্যে হাওড়ায় এক যুবকের অ্যাপ ঋণ নিয়ে প্রতারণার ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ এবার নড়েচড়ে বসেছে।